রূপান্তর সংবাদ ডেস্ক:
তাবলিগের দাওয়াতের কাজে অংশ নিতে আফগানিস্তান সফরে যাচ্ছেন বংকুরা মাদ্রাসার মোহতামিম মাওলানা নাঈমুল ইসলাম। দ্বীনি দাওয়াত ও ইখলাসের সাথে ইসলামের বার্তা পৌঁছে দিতে তাঁর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
ইসলামী যুব আন্দোলন গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মোঃ নাহিদ হাসান এক বিবৃতিতে মাওলানা নাঈমুল ইসলামের সফরের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
তিনি বলেন, মাওলানা নাঈমুল ইসলাম তাবলিগের কাজে আফগানিস্তানে যাচ্ছেন। আল্লাহ তাআলা যেন তাঁর এই সফরকে কবুল করেন, দ্বীনের কাজে বরকত দান করেন এবং নিরাপদে গন্তব্যে পৌঁছে সফলতার সাথে আল্লাহ ফিরে আসার তাওফিক দান করেন।”
তিনি আরও বলেন, “এই ধরনের সফরের মাধ্যমে দ্বীনি শিক্ষা, আমল ও দাওয়াতের কাজ আরও বিস্তৃত হবে। তাই সকলের উচিত তাঁর জন্য দোয়া করা, যাতে তিনি সফলভাবে এই কাজ সম্পন্ন করতে পারেন।”
সফরকালীন সময়ে তিনি আফগানিস্তানের বিভিন্ন স্থানে দ্বীনি দাওয়াহ, ইলমী আলোচনা ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করবেন বলে জানা গেছে।
Leave a Reply