প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৬, ২০২৫, ৫:১১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৬, ২০২৫, ১২:৩০ পি.এম
চলতি বছর করোনায় চট্টগ্রামে প্রথম মৃত্যু
রূপান্তর সংবাদ ডেস্ক:
চলতি বছর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে চট্টগ্রামে। করোনায় মারা যাওয়া ব্যক্তি ৭৫ বছর বয়সী শফিউল ইসলাম। তিনি চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকার বাসিন্দা। সোমবার (১৬ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত করোনা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২০টি নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ বছর চট্টগ্রামে ১০ জনসহ মোট ২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২২ জনই চট্টগ্রাম মহানগরের বাসিন্দা। করোনা প্রতিবেদনের তথ্যানুযায়ী, শফিউল পোস্ট অপারেটিভ জটিলতা ও কিডনি ফেলিউর সমস্যা নিয় মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একাধিকবার ডায়ালাইসিস করানো হয় তার। করোনা শনাক্ত হওয়ার পরও স্বেচ্ছায় হাসপাতাল ত্যাগ করেন তিনি। পরে নিজ বাড়িতে তিনি মারা যান। এদিকে, নতুন ১০ জনের মধ্যে ৭ জন চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকার এবং ৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এদিনও নগরের চার সরকারি ল্যাবে একটিও করোনা পরীক্ষা হয়নি।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com
Copyright © 2025 Rupantor Sangbad | রূপান্তর সংবাদ. All rights reserved.