শরিফা বেগম শিউলী, স্টাফ রিপোর্টার:
রংপুরে দীর্ঘ ১২ বছর পর জুলাই ৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২৫ এর ফাইনাল খেলায় রংপুর সদর উপজেলা বনাম গংগাচড়া উপজেলার খেলা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২০ আগস্ট) বিকাল ৩.৩০ মিনিটের দিকে রংপুর জেলা স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করেন। উক্ত ফুটবল ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টটি রংপুর জেলা প্রশাসক ও রংপুর জেলা ক্রীড়া সংস্থা যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। খেলায় নির্ধারিত ৯০ মিনিট ছাড়াও প্রথম ধাপ ও দ্বিতীয় ধাপে অতিরিক্ত ৮ মিনিট যুক্ত সহ ৯৮ মিনিট খেলা হয়। এই ৯৮ বের খেলার মধ্যে গংগাচড়া উপজেলা দুইটি গোল করেন। অপরদিকে রংপুর সদর উপজেলা একটি গোল করে পরাজিত হন। দুই দলেই চমৎকার খেলা দর্শকদের উপহার দেন।
খেলায় গংগাচড়ার পক্ষে গোল করেন, ইউনুস-১ আর ইয়াসিন-১ অপর দিকে রংপুর সদর উপজেলা পক্ষে জুয়েল ১ টি মাত্র গোল করেন। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছে গংগাচড়ার ক্যাপ্টেন জিতু, ম্যান অব টুনামেন্ট – রংপুর সদরের হাসান আর সেরা গোলরক্ষক হিসেবে গংগাচড়ার সম্রাট নির্বাচিত হন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সাল, রংপুর জেলা পুলিশ সুপার মোঃ আবু সাইম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রমিজ আলম, জেলা ক্রীড়া অফিসার মোঃ মাসুদ রানা, রংপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, গংগাচড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা, রংপুর সদর সহকারী কমিশনার ভূমি মোঃ দুলাল হোসেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ খেলা পরিচালনার কমিটির সদস্যরা ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।