সুধণ্য ঘরামী, কোটালীপাড়া(গোপালগঞ্জ):
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কোটালীপাড়া থানায় ওসি’র কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নবাগত ওসি হাফিজুর রহমান দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন- আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা সহ অপরাধ নির্মুল করা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। সে ক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাই আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। অপরাধ দমনে সাংবাদিকরা সব সময় পুলিশের পাশে থেকে সহযোগিতা করবেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে একজন সাংবাদিক সমাজ গঠন ও সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। অপরাধ দমন এবং জনগণের জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সাংবাদিক এক হয়ে কাজ করার তিনি আহবান জানান।
এ সময় কোটালীপাড়া প্রেসক্লাবের সভাপতি দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি এইএম কামাল হোসেন, সাধারণ সম্পাদক ও দৈনিক মানব জমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি সুবল চক্রবর্তী, আমর সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, কোটালীপাড়া রিপোটার্স ক্লাবের সভাপতি মোল্যা মহিউদ্দিন, সিএনএন বাংলা টিভি প্রতিনিধি সুধন্য ঘরামী,মাই টিভি প্রতিনিধি কাজী পলাশ, কোটালীপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এফএম মাহবুব সুলতান, আমারদেশ পত্রিকার প্রতিনিধি মনিরুজ্জামান জুয়েল, নয়া দিগন্ত প্রতিনিধি রনি আহম্মেদ, সম্প্রতি উপজেলার বিভিন্ন গ্রামে চুরির ঘটনা এবং কিশোর ও যুবকদের মাঝে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়া মাদক প্রতিরোধে ওসিকে পরামর্শমূলক বক্তব্য রাখেন।