শফিকুল আলম ইমন, রাজশাহী:
রাজশাহীতে হোল্ডিং ট্যাক্স , ট্রেড লাইসেন্স ও পানির ট্যাক্স কমানো, মাদক ও কিশোরগ্যাং দমন, মশক নিধন, জলাবদ্ধতা ও সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় গুলোকে সচল করা সহ ২৩ দফা দবিতে স্মারকলিপি প্রদান করেছে রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি।
বৃহস্পতিবার (২১ আগষ্ট) সকালে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম’র কাছে স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতৃবৃন্দরা। এসময় তারা বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এতে করে ন্যূনতম নাগরিক সেবা মিলছে না নগরবাসীর। পাশাপাশি নগরবাসীর উপর চাপিয়ে দেয়া হচ্ছে করের বোঝা।
সংকটের দ্রুত সমাধান দাবি করে তারা বলেন, একাধিক বার স্মাকলিপি প্রদানের পরও কর্ণপাত করছেন না কর্তৃপক্ষ। নাগরিক সুবিধা নিশ্চিতে দ্রুত ব্যবস্থা না নিয়ে গড়িমসি করা হলে আগামীতে কটোর আন্দোলনে নামবে সংগঠনটি। এসময় রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির আহবায়ক অ্যাডভোকেট এনামুল হক ও সদস্য সচিব মাহফুজুল হাসনাইন হিকোল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।