এস.এম দুর্জয়, গাজীপুর:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির আয়োজনে এক বিশাল বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।বুধবার(৩ সেপ্টেম্বর)বিকাল ৪টায় শ্রীপুর পৌর শহরের টেংরা রাস্তার মোড় থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়,প্রদান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে ময়দানে বিএনপির কার্যালয়ে শেষ হয়।পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেবের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব খাইরুল কবির মন্ডল আজাদ এর সঞ্চালনায় আনন্দ র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা:এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
এসময় আনন্দ র্যালিতে অংশ গ্রহণ করেন,শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো:শাজাহান ফকির,উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজ উদ্দিন কাইয়া,সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক,শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, এ্যাড:আবু জাফর সরকার,মোক্তারুল করিম মোড়ল শামীম,উপজেলা বিএনপি আহ্বায়ক সদস্য এমদাদ হোসেন মন্ডল,শাহাবুদ্দিন বিএসসি,শাজাহান সজল,এনামুল হক মনি,তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নরুল আমীন আকন্দ,সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আফজাল মন্ডল,তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু ইউসুফ,কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন প্রধান,শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের সদস্য সচিব রানা আহমেদ আকন্দ,তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সহযুব বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন,সাবেক জেলা যুবদলের নেতা জাকির হোসেন খোকাসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী আনন্দ র্যালিতে অংশ গ্রহণ করেন।