এস.এম দুর্জয়, গাজীপুর:
বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(৪ সেপ্টেম্বর)বেলা ১১ টায় শ্রীপুর পৌর শহরের টেংরা রাস্তার মোড়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়,আলোচনা সভা শুরু হওয়ার আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের একটি বর্ণাট্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা:শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন,গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য শাখাওয়াত হোসেন সবুজ,শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার,গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ আব্দুর রাজ্জাক,শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইকবাল হাসান কাজল,মোহাম্মদ আলী জিন্নাহ, ফরিদা জানান স্বপ্না।
এসময় আরও উপস্থিত ছিলেন,শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা জহিরুল ইসলাম কাজল,শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম পলাশ,তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোশাররফ হোসেন,তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মদিন ফকির,গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক সদস্য এস এম সুজন,ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক পায়েল,শ্রীপুর উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি আকরাম খন্দকার ও সাধারণ সম্পাদক অপু হোসেন মোল্লাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।