মোঃ হাছিব সরদার, মোংলা:
“আর নয় পলিথিন, বিকল্প ব্যাগ হাতে নিন” এই স্লোগানকে সামনে রেখে দূষণ হ্রাস এবং সুন্দরবনের বাস্তুশাস্ত্র উন্নত করার লক্ষ্যে প্লাস্টিক–পলিথিন দূষণ প্রতিরোধে মোংলায় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে রূপান্তরের বাস্তবায়নে ইয়ুথ ফর দ্যা সুন্দরবনের আয়োজনে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী ইয়ুথ ফর দ্যা সুন্দরবনের পক্ষ থেকে মোংলা উপজেলার সকল বাজার ব্যবসায়ীদের মাঝে পরিবেশবান্ধব ১০ হাজার পাটের বাজারের ব্যাগ বিতরণ করেন।
এ সময় আরোও উপস্থিত ছিলেন, রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন, ফিল্ড অফিসার সুনীতি রায়, পরিবেশকর্মী আফরোজা হীরা, ইয়ুথ ফর দ্যা সুন্দরবন টিমের আহবায়ক মো: সোহেল রানা, সদস্য মো: শাহীন খলিফা সহ স্থানীয় বাজার ব্যবসায়ীবৃন্দ প্রমুখ।