স্টাফ রিপোটার:
রাজধানীর শেরাটনে অনুষ্ঠিত হলো কমিউনিটি এমপাওয়ারমেন্ট প্রজেক্ট সিইপির অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠান। বৃহস্পতিবার অনুষ্ঠানটি আয়োজন করে বেসরকারি উন্নয়ন ও ত্রাণ সংস্থা এ্যাড্রা বাংলাদেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. মাহামুদুল হাসান এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক (যুগ্ম সচিব) ড. কে. এম. মামুন উজ্জামান, সমবায় অধিধপ্তরের যুগ্ম রেজিস্ট্রার মো. কামরুজ্জামান ও এ্যাড্রা বাংলাদেশ বোর্ড চেয়ারম্যান পা: তিমথী রায়।
অনুষ্ঠানে এ্যাড্রা বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সিওয়ান এ্যালান শিন জানান “এই প্রকল্পে বিশেষ করে নারীদের সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব স্থানীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে চান তারা।” দিনব্যাপী নানা কর্মসূচিতে প্রকল্পের সারসংক্ষেপ উপস্থাপন করেন এ্যাড্রা বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর শিমু ক্যারোলিন শিকদার, প্রভাব মূল্যায়নের ফলাফল প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেল্পমেন্ট স্টাডিস অনুষদের প্রফেসর ড. কাজী মারুফুল ইসলাম, এরপর প্রশ্নোত্তর পর্ব এবং উপকারভোগীদের মত বিনিময় হয়। পরে বিশেষ অতিথি ও প্রধান অতিথির বক্তব্যের পর সমাপনী সেশন অনুষ্ঠিত হয়।