সুধন্য ঘরামী, কোটালীপাড়া:
তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কোটালীপাড়ায় নির্বাচনী প্রচারনা সভা অনুষ্ঠিত।
গত ১৮ সেপ্টেম্বর বিকেলে কোটালীপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা সভায় সভাপতিত্ব করবেন ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জয়নাল শেখ। সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ গ্রহণ করেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ মহিউদ্দিন শেখ।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন,বিশেষ অতিথি কোটালীপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফায়েকউজ্জামান শেখ, পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল সাত্তার সরদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিঠু হাওলাদার,সাবেক যুবদলের সভাপতি ও সাবেক কোটালীপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আরিফ হোসেন শেখ।
বক্তাগন আগামী ত্রেদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে কোটালীপাড়া – টুঙ্গিপাড়া উপজেলার কৃতি সন্তান এস এম জিলানী ভাইয়ের হাতকে শক্তিশালী করতে কোটালীপাড়া পৌরসভা সহ উপজেলার সার্বিক উন্নয়নের জন্য আপনাদের মূল্যবান ভোট সহযোগীতা কামনা করছি।