সুধন্য ঘরামী, কোটালীপাড়া:
গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার ৫ ও ৬ নং ওয়ার্ডের পৌর ছাত্রদলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি সাজ্জাদ হোসেন সিয়ামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি মোঃ ইউসুফ আলী দাড়িয়া।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফায়েকউজ্জামান শেখ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ সহ অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন কোটালীপাড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক তপু দাড়িয়া, পৌর ছাত্রদলের সদস্য সচিব বাঁধন নিজামী , পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রোমান ঘরামী প্রমূখ।
সম্মেলন শেষে ৫ নং ওয়ার্ডে আশরাফুল সরদারকে সভাপতি ও ফারজিন হাওলাদারকে সাধারণ সম্পাদক, ৬ নং ওয়ার্ডে সাজ্জাদ হোসেন সিয়ামকে সভাপতি ও শাহরিয়ার শেখকে সাধারণ সম্পাদক করে দুটি কমিটি ঘোষণা করা হয়।