সুধন্য ঘরামী, কোটালীপাড়া:
শারদীয় দূর্গা পূজা উপলক্ষে পূজা মন্ডপ সহ কোটালীপাড়ার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন ও উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা মেজিস্ট্রেট গোপালগঞ্জ মোঃ কামরুজ্জামান (যুগ্ম সচিব)। আজ সোমবার তিনি উপজেলা কেন্দ্রিয় কালীবাড়ী শ্রী শ্রী দূর্গা মন্ডপ ও পাড়কোনা শ্রী শ্রী গনেশ পাগল সেবাশ্রম দূর্গা মন্ডপ পরিদর্শন শেষে ভক্তদের সাথে কুশল বিনিময় করেন। এর পর তিনি বান্ধাবাড়ী ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনের লক্ষে সেখানে পৌছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ইউপি চেয়ারম্যান সহ সদস্যবৃন্দ। বিকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে পোনা মাছ অবমুক্তকরন কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক।
এর আগে তিনি মডেল মসজিদ সংলগ্ন লেক পাড়ের সৌন্দর্য বর্ধন ও বসার স্থান কাজ, কৃষি দপ্তর আয়োজিত বীজ ও সার বিতরণ এবং ঘাঘর বাজার ওয়াশব্লক কাজের উদ্বোধন করেন। এ সময় তিনি উপজেলা মডেল মসজিদ নির্মান কাজেরও খোজ খবর নেন। অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার মাসুম বিল্লাহ (অঃদাঃ), অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান, সিনিয়ন মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম আনসার উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ফায়েকুজ্জামান শেখ, পূজা উদযাপন পরিষদ সভাপতি অধ্যক্ষ কার্তিক চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক লীলা দাম, ইউপি চেয়ারম্যান মানিক হাওলাদার, সাবেক কাউন্সিলর সঞ্জয় মজুমদার সহ জেলা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও নানান শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।