এস এম মাসুদ রানা, ত্রিশাল (ময়মনসিংহ):
ময়মনসিংহের ত্রিশালে ব্র্যাকের সহযোগিতায় ও উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র্যালিটি শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়। এটি প্রতি বছরের মতো অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার বিশ্বব্যাপী এই দিবস পালিত হয়। অন্ধত্ব ও দৃষ্টিশক্তি হারানোর কারণ, চোখের বিভিন্ন রোগ এবং তাদের যত্ন সম্পর্কিত সমস্যা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই দিবসটি পালন করা হয়।
অন্ধত্ব প্রতিরোধের জন্য আন্তর্জাতিক সংস্থা-আইএপিবি এবারের বিশ্ব দৃষ্টি দিবসকে সামনে রেখে বছরব্যাপী এক প্রচারণা শুরু করেছে। ‘আপনার চোখকে ভালোবাসুন’-এ প্রতিপাদ্যে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ দিবসটি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাঃ এস এম জিয়াউল বারী, বিভাগীয় ব্যবস্থাপ, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির মনিরুল ইসলাম, এলাকা ব্যবস্থাপ ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচীর সুজন কুমার, ব্র্যাক শাখা অফিসের হিসাব রক্ষক বাবুল আলন প্রমূখ।