এস.এম দুর্জয়, গাজীপুর:
দুর্নীতিমুক্ত,সন্ত্রাসমুক্ত,বৈষম্যহীন মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার শুরু হোক গ্রাম থেকে এরই ধারাবাহিকতায় গাজীপুরের শ্রীপুরে সাধারণ মানুষের সমস্যা রোধে করণীয় শীর্ষক এক গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(১০ অক্টোবর)রাত ৮ টায় শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের নেতা নজরুল ইসলামের আয়োজনে এই গ্রাম্য বৈঠকে গ্রামীণ জনগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক উন্নয়নে এবং জনপদের সাধারণ খেটে-খাওয়া মানুষসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের তৃণমূলের নেতাকর্মীরা অংশ নিয়ে তাদের সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন প্রধান অতিথির কাছে।তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নূরুল আমিন আকন্দের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক এরশাদ সরকারের সঞ্চালনায় গ্রাম্য বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃএস এম রফিকুল ইসলাম বাচ্চু।এসময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা,এডভোকেট আবু জাফর সরকার,তেলিহাটি ইউনিয়ন বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক শাজাহান মোড়ল,সদস্য সচিব শহিদুল্লাহ বন্ধুকশী,যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান রমজান,মুহাম্মদ আবু ইউসুফ,উপজেলা শিল্পাঞ্চল শ্রমিকদলের আহ্বায়ক কাজল ফকির ও সদস্য সচিব রানা আহমেদ আকন্দ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশিদুল ইসলাম নয়ন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শরাফত আলী,তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সহযুব বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, জুয়েল ফকির,তেলিহাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহফুজ সরকার ও সাধারণ সম্পাদক সেলিম বন্ধুকশীসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবংএই গ্রাম্য বৈঠকে স্থানীয় এলাকার কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।