শফিকুল আলম ইমন, রাজশাহী:
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়েছে।শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় গোদাগাড়ী উপজেলার সরমংলা ইকো পার্কে স্থানীয় সাংবাদিকদের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্থানীয় সাংবাদিক জনকন্ঠের গোদাগাড়ী প্রতিনিধি অলিউল্লাহ ও উপচারের মফস্বল সম্পাদক সারোয়ার সবুজ। সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক মানবকন্ঠের গোদাগাড়ী উপজেলা প্রতিনিধি মোঃ মাসুদ আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন— “সাংবাদিকতা একটি দায়িত্বশীল ও সম্মানজনক পেশা। একজন সাংবাদিক সমাজের বিবেক হিসেবে কাজ করেন। সমাজের ভালো-মন্দ, অন্যায়-অবিচার, উন্নয়ন-অগ্রগতি—সব কিছুই সাংবাদিকের কলমে প্রতিফলিত হয়। তাই সাংবাদিকদের কাজ হতে হবে সত্যনিষ্ঠ, নিরপেক্ষ ও ইতিবাচক। প্রশাসন সবসময় দায়িত্বশীল। সাংবাদিকদের পাশে আছে এবং থাকবে।”তিনি আরো বলেন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব একটি ঐক্যের প্রতীক। আপনারা এই ঐক্য ধরে রেখে লিখনির মাধ্যমে সমাজে আপনাদের চিহ্ন রেখে যাবেন বলে আমি আশাবাদী। “রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব ইতিমধ্যে বরেন্দ্র অঞ্চলে সাংবাদিকতার একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। উন্নয়ন সাংবাদিকতা, মানবিক প্রতিবেদন ও স্থানীয় সমস্যা তুলে ধরার মাধ্যমে তারা সমাজ পরিবর্তনের অংশ হয়ে উঠেছে—এটি সত্যিই প্রশংসনীয়।”
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হজরত আলী, সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর এডভোকেট আশরাফ মল্লিক, বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম, এবং রাজশাহী জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ বাবলু। তাঁরা নবনির্বাচিত প্রেসক্লাব নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন— “সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে কাজ করলে জনগণের আস্থা অর্জন করা সম্ভব। আজকের রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাংবাদিকরা শুধু সংবাদ পরিবেশন করছেন না, বরং স্থানীয় সমস্যাগুলো প্রশাসনের নজরে আনতে নিরলসভাবে কাজ করছেন। তাদের লেখনীতে বরেন্দ্র অঞ্চলের বাস্তব চিত্র উঠে আসছে—এটাই গণমাধ্যমের প্রকৃত শক্তি।”তাঁরা আরও বলেন,“বরেন্দ্র অঞ্চল সম্ভাবনার এলাকা হলেও নানা সমস্যা ও অবহেলায় পিছিয়ে আছে। এসব সমস্যা ধরে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে, যাতে সরকার ও প্রশাসন কার্যকর পদক্ষেপ নিতে পারে। রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সেই ইতিবাচক সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য আবু কাওসার মাখন, লিয়াকত হোসেন, আল আমিন হোসেন ও শাহিনুর রহমান সোনা। রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি রেজাউল করিম, সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন মণ্ডল, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান জীবন, কোষাধ্যক্ষ মামুনুর রশীদ, দপ্তর সম্পাদক নিহাল খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, নির্বাহী সদস্য আক্তার হোসেন হিরা, মাসুদ পারভেজ ও মশিউর রহমানসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ফুল দিয়ে নবনির্বাচিত কমিটির সদস্যদের বরণ করে নেন। এ সময় বক্তারা রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাংবাদিকদের পেশাদারিত্ব, ঐক্য ও সামাজিক দায়বদ্ধতার প্রশংসা করেন। বিশেষ অতিথি’র বক্তব্যে গ্রোগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান হযরত আলী বলেন,বরেন্দ্র প্রেসক্লাব রাজশাহীসহ উত্তরাঞ্চলের সাংবাদিকদের জন্য এক অনন্য প্ল্যাটফর্ম তৈরি করেছে। গণমানুষের কণ্ঠস্বর হিসেবে তারা ইতিমধ্যে আস্থা অর্জন করেছে। আগামী দিনে এই ক্লাব হবে ন্যায়ের, সত্যের ও জনগণের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর।”অনুষ্ঠান শেষে ছিল মধ্যাহ্নভোজ পর্ব ও সৌহার্দ্যপূর্ণ আড্ডা, যেখানে সাংবাদিক, অতিথি ও স্থানীয় নেতৃবৃন্দ একে অপরের সঙ্গে মতবিনিময় করেন।