
মোঃ রাসেল, বেনাপোল (যশোর):
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উঠান বৈঠক ও নির্বাচনী প্রচারণা করেছেন যশোর-১ (শার্শা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাপোল ভবারবেড় পূর্বপাড়ায় স্থানীয় বিএনপির উদ্যোগে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়। ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান কাকুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মফিকুল হাসান তৃপ্তি। সঞ্চালনায় ছিলেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইছাহক মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আবু তাহের ভারত।
এসময় মফিকুল হাসান তৃপ্তি বলেন, “শার্শার মানুষের অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন, নিরাপত্তা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনই হবে আমার প্রধান অঙ্গীকার।”তিনি এলাকাবাসীর দীর্ঘদিনের সমস্যা, উন্নয়ন বঞ্চনার চিত্র এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে জনগণের সমর্থন কামনা করেন। উঠান বৈঠকে নারী–পুরুষ, তরুণ ভোটারদের উপস্থিতিতে পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।বৈঠকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তৃপ্তিকে বিজয়ী করতে ধানের শীষ প্রতীকের পক্ষে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রচারণার অগ্রগতির সাথে বেনাপোল পৌরসভাজুড়ে তৃপ্তির পক্ষে সমর্থনের ঢেউ আরও জোরদার হচ্ছে বলে জানান স্থানীয়রা।
এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ইমদাদুল হক ইমদাদ, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিন, সহ-সভাপতি শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ, কৃষি বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুজ্জামান মির্জা, জনি হায়দার, ইয়াসিন মোরল লাপু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, বিএনপির পৌর ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন তুহিন, যুগ্ম আহ্বায়ক আতিকুজ্জামান সানি প্রমুখ।