
এস এম দুর্জয়, গাজীপুর:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এবং উনার সুস্থতার জন্য গাজীপুরের শ্রীপুরে শ্রমিক দলের উদ্যোগে ট্রাক-পিকাপ,কভারভ্যান মালিক- ড্রাইভার মটর শ্রমিক ইউনিটের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।(৬ ডিসেম্বর)শনিবার সন্ধ্যায় শ্রীপুর পৌর গরগরিয়া মাস্টার এলাকায় এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক সদস্য আলহাজ্ব মো:আবুল হোসেন প্রধান।এসময় আরো উপস্থিত ছিলেন,গাজীপুর জেলা শ্রমিক দলের সদস্য সচিব আবুল কালাম প্রধান,রিভার এন্ড নেচার ফাউন্ডেশনের চেয়ারম্যান খোরশেদ আলম,শ্রীপুর পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম মিলন।মিলাদ ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ জেটেবের সদস্য ইঞ্জিনিয়ার মোঃ মোফাজ্জল হোসেন সুমন প্রধান।এসময় আরো উপস্থিত উপস্থিত ছিলেন,বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ ট্রাক-পিকাপ,কভারভ্যান, মালিক-ড্রাইভার মটর শ্রমিক ইউনিটের নেতাকর্মীরা।দোয়া মাহফিলে বক্তারা বলেন,জাতীয় ঐক্যের প্রতীক আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তিনি দ্রুত সুস্থ হয়ে আবার নেতৃত্ব ফিরবেন এই আশায় আমরা দোয়া মাহফিল আয়োজন করেছি, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রতীক,তারা আরও বলেন,দেশের সংকটময় সময়ে জাতীয় মুক্তির আন্দোলনকে বেগবান করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা অপরিসীম,তার সুস্থতা শুধু বিএনপির নয়,পুরো দেশের মানুষের প্রত্যাশা।দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন নেতৃবৃন্দরা।