বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে শহীদ ওসমান হাদীর স্মরণে শোক র‍্যালী নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে দায়িত্ব পালন করতে হবে: রংপুর জেলা প্রশাসক দৌলতপুর আদালতের নির্দেশ অমান্য করে চলাচলের রাস্তা বন্ধ করার  অভিযোগ রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেন তৃতীয় লিঙ্গের রানী রাজশাহী কলেজ অ্যালামনাই এসোসিয়েশন নির্বাচনে আলোচনায় ওয়ালিদ লোহাগড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা বিজয় দিবসের প্রথম প্রহরে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন ৭১ নিয়ে যারা বাজে মন্তব্য করছে তাদের জনগন সঠিক জবাব দিবেন: জুয়েল কুষ্টিয়া দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েলের সৌজন্যে মহান বিজয় দিবস পালিত যথাযোগ্য মর্যাদায় রংপুরে মহান বিজয় দিবস পালিত

ত্রিশালে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি

এস এম মাসুদ রানা, ত্রিশাল
  • Update Time : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫ Time View

এস এম মাসুদ রানা, ত্রিশাল (ময়মনসিংহ): 

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের ২নং গুজিয়াম ধনিয়াচালা সৌদি আরব প্রবাসী ছাইফুল ইসলাম খানের(৪৫) বাড়িতে ধারালো অস্ত্রের মুখে চেতনা নাশক স্প্রে দিয়ে অচেতন করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে ৩/৪ জনের একটি ডাকাতদল। সোমবার (১৫ ডিসেম্বর ) গভীর রাতে উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের ২নং গুজিয়াম ধনিয়াচালা খান বাড়ি মৃত ইসমাইল খানের ছেলে সৌদি আরব প্রবাসী ছাইফুল ইসলাম খান(৪৫) বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ত্রিশাল থানা অভিযোগ সূত্র ও সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার আমিরাবাড়ী ইউনিয়ন ইউনিয়নের গুজিয়াম ধনিয়াচালা এলাকার সাইফুল ইসলাম খান দীর্ঘ ২৬ বছর ধরে সৌদি আরবে প্রবাসে থাকেন। বাড়িতে উনার স্ত্রী,সন্তান ছাড়া আর কেউ থাকেন না। ভুক্তভোগী প্রবাসী ছাইফুল ইসলাম খানের স্ত্রী নাসরিন আক্তার বলেন, আমাদের বাসায় কোনো পুরুষ না থাকায় সংঘবদ্ধ একদল ডাকাত বাসায় ঢুকে লোহার সাবাল দিয়ে দরজা ভেঙ্গে আমাদের ছোট সন্তানের গলায় ছুরি ও অস্ত্রের মুখে জিম্মি করে আলমারিসহ সবকিছু তছনছ করে আলমারি থেকে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লক্ষ টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। আমরা পুরো পথে নেমে গেছি। ডাকাতদল আমাদের পুরো নিঃস্ব করে দিয়েছে। প্রশাসনের কাছে এ ঘটনার সঙ্গে জড়িত ডাকাতদের দ্রুত গ্রেপ্তার করে আমাদের বেঁচে থাকার সম্বলগুলো উদ্ধার করে দেয়া ও তাদের শাস্তির দাবী জানাই।

এ বিষয়ে সৌদি আরব প্রবাসী ছাইফুল ইসলাম খানের বাড়ির আশেপাশের লোকজন নাজমুল, মানিক ও রত্না বলেন, আমরা ভোর রাতে প্রবাসী ছাইফুল ইসলাম খানের ঘরে কান্নাকাটির শব্দ শুনে ছুটে এসে দেখি তাদের ঘরের বারান্দার লোহার গ্রীলের গেইটের তালাসহ ছিটকিনি কাটা এবং তাদের ঘরের ভিতরে ও বাহিরে বেশ কিছু লাকেজ ভাঙ্গা অবস্থায় পড়ে আছে এবং আলমারির ড্রায়ার ভাঙ্গা। প্রবাসী ছাইফুল ইসলাম খান দীর্ঘ ২৬ বছর ধরে স্ত্রী সন্তানের জন্য যা সোনাদানা এনেছিলেন সবকিছু ডাকাতদল নিয়ে গেছে। এ পরিবারটি আজ পথে বসে গেছে। আমরা সরকারের কাছে একটাই আবেদন দ্রুত ডাকাতদলের সদস্যদের গ্রেফতার করে মালামাল উদ্ধার করার ব্যবস্থা নিবেন।এ বিষয়ে সৌদি আরব প্রবাসী ছাইফুল ইসলাম খান(৪৫) মুঠোফোনে বলেন, আমি শেষ হয়ে গেছি আপনারা সকলেই আমাকে একটু সহযোগিতা করেন। আমার মেয়েদের বিয়ের জন্য আনা ১০ ভরি সোনার অলংকার উদ্ধার করে দেন। আমি দীর্ঘ ২৭ বছর ধরে সৌদি আরব প্রবাসী। আমার জন্য একটা কিছু করুন প্লিজ। ত্রিশাল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, এ বিষয়ে ভুক্তভোগী পরিবার থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category