
এহসানুল হক, দৌলতপুর ( কুষ্টিয়া):
কুষ্টিয়া দৌলতপুরে,দৌলতপুরের কৃতি সন্তান ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েলের সৌজন্যে ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে উপজেলার মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্প স্তবক অর্পণ করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলতাফ হোসেন। এ সময় উপস্থিত, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুনর রশীদ, উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুনতাজ, দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মাছুম প্রফেসর, যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল, রাসেল আহামেদ, সুমন ফরাজি, কবির হোসেন, সুমন আলী, কুদ্দুস আলী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন গাজী, যুগ্ম আহ্বায়ক রিপন আলী, তাতী দলের সাধারণ সম্পাদক রিপন মাস্টার, সহ সভাপতি আফিরুল বিশ্বাস, কৃষক দলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু, যুগ্ম আহ্বায়ক বুলবুল হোসেন, জিল্লুর রহমান, শরিফুল ইসলাম, তোমিজ উদ্দিন, সমবায় দলের সদস্য সচিব তারাচাদ, যুগ্ম আহ্বায়ক সামিরুল, আসাদুল ডাক্তার সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মী।এ সময় আলতাফ হোসেন বলেন আমাদের সন্তান শরীফ উদ্দিন জুয়েল আমাদের ঐক্যবদ্ধ করে রেখেছে। আমরা দেশ ও দলের স্বার্থে ঐক্যবদ্ধ।