
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা
ভোটার নাই নির্বাচনের প্রাণ নাই গাইবান্ধায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রদীপদ্বন্দ্বিতা প্রার্থী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদগণের সাথে মতবিনিময় সভা প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার সুলতানা।
এসময় তিনি আরো বলেন, নির্বাচনে ভোটার আনার দায়িত্ব কিন্তু অনেকটাই প্রার্থীদের আর এবারের ভোটারদের ভোট অধিকার নিশ্চিত করার জন্যই মাঠে নেমেছে নির্বাচন কমিশন।
বুধবার গাইবান্ধা জেলা প্রশাসকের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম।
Leave a Reply