শাহিনুর রহমান সোনা, রাজশাহী
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনে এক স্বতন্ত্রপ্রার্থীর পক্ষে জীবন্ত ঈগল নিয়ে প্রচারণা চালাচ্ছেন এক ব্যক্তি আর তাকে খুঁজে বেড়াচ্ছে প্রশাসন।
২৭ ডিসেম্বর (বুধবার) রাজশাহীতে এরকম একটি প্রচারণার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে
ভাইরাল হলে নড়েচড়ে বসে প্রশাসন, প্রকৃতি প্রেমীরাও হয়েছেন হতবাগ, করছেন মন্তব্য।
ছবির প্রচারণা করা ব্যক্তির নাম কবিরুল ইসলাম আনিস (৫৭)। তার বাড়ী রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের আমগাছি গ্রামে। সে সাবেক এমপি প্রয়াত আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম মোঃ ফারুকের আপন ছোট ভাই।
এবিষয়ে দূর্গাপুরের প্রকৃতি প্রেমী পরিবেশ বিষয়ক লেখক চৌধুরী রাইহান কবির বলেন, ছবিটি আমি দেখেছি, ছবির মানুষটিকেও চিনি। বিষয়টি খুবই বেদনাদায়ক, এটি একটি অপরাধও। তাছাড়া ছবির মানুষটি যে পরিবারের, তার পক্ষে এরকম কাজ আরও বেশী পীড়া দিয়েছে আমাকে।
জানতে চাইলে দূর্গাপুরের এসি ল্যান্ড কৃষ্ণ চন্দ্র বলেন, আমি অভিযোগ পেয়েছি এবং তার বাড়ীতে গিয়েছিলাম কিন্তু তাকে বাড়ীতে বা ঐ এলাকায় পাওয়া যায়নি। অভিযোগকারীকেও পাওয়া যায়নি। এই অপরাধে তাকে সতর্ক বার্তা প্রদান করা হবে। এটি কি ধরনের অপরাধ জানতে চাইলে তিনি বলেন, এখানে দুইটি অপরাধ হয়েছে, একটি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন, যেটা আমি একসিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে ব্যবস্থা গ্রহন করতে পারবো এবং আরেকটি পরিবেশ আইনে অপরাধ।
Leave a Reply