ওবাইদুল ইসলাম, গাইবান্ধা
“দৃশ্যে সত্য, শব্দে শক্তি, ছবির মাধ্যমে সত্যের অভিমুখ” এই শ্লোগানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত গাইবান্ধার একমাত্র চিত্র সাংবাদিকদের সংগঠন “গাইবান্ধা ক্যামেরা জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন” এর ৭ম বর্ষপূর্তি পালিত হয়েছে ।
এ উপলক্ষে রবিবার (৩১ডিসেম্বর) দুপুরে নাট্য সংস্থার হলরুমে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কুদ্দুস আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ওবাইদুল ইসলামের সঞ্চালনয় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পৌর মেয়র, মতলবুর রহমান। দেশ টিভির প্রতিনিধি প্রবীণ সাংবাদিক অমিতাভ দাশ হিমুন, সাংবাদিক রজত কান্তি বর্মন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাছরাঙ্গা টেলিভিশনের সিনিয়র সাংবাদিক সিদ্দিক আলম দয়াল, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরিফুল ইসলাম বাবু, একুশে টেলিভিশনের আফরোজা লুনা, ৭১ টেলিভিশনের শামিম আল সাম্য, ডিবিসি নিউজের রিক্ত প্রসাদ, সময় টেলিভিশনের এস এম বিপ্লব, সিএনএন বাংলা টেলিভিশনের ফারহান শেখ, মুভি বাংলা টেলিভিশনের হারুন অর রশিদ হারুন, বাংলাদেশ প্রতিদিনের সাইফুল মিলন, সকালের সময় পত্রিকার মুজিবুর রহমান, দৈনিক সারা বেলা পত্রিকার আতিকুর রহমান আতিক, দৈনিক মাধুকার ও রেডিও সারাবেলার আবু সায়েম, সাংবাদিক অপুর রোমিও, শামীম রেজাসহ জেলার বিভিন্ন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিক গণ উপস্থিত ছিলেন। এছাড়াও গাইবান্ধা ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহাদত হোসেন মিশুক, আতিকুর রহমান আতিক, কার্তিক চন্দ্র বর্মন, আতাউল হক সাগর, সুমন মিয়া, রকি আহমেদ, তাজিনুর ইসলাম, রওশন সরকার, তানভীর আহমেদ, নুর আলম নুর, মেহেদী হাসান।
উল্লেখ্য, গত ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে গাইবান্ধা জেলায় কর্মরত চিত্র-সাংবাদিকদের নিয়ে গাইবান্ধা ক্যামেরা জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের যাত্রা শুরু করে ।
Leave a Reply