বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনের তারিখ ঘোষণা করায় উপদেষ্টা পরিষদের কিছু সদস্যের মন খারাপ : মেজর হাফিজ জনগণের ভোট দেয়ার আকাঙ্ক্ষা পূরণ করতে হবে : রংপুরে গয়েশ্বর চন্দ্র রায় রংপুরের গঙ্গাচড়ায় নিখোঁজ হওয়া দুই শিশুর মরদেহ  উদ্ধার টুঙ্গিপাড়ায় ইসলামী ছাত্র আন্দোলনের থানা সম্মেলন অনুষ্ঠিত পেকুয়া শহীদ ওয়াসিমের স্মরণে স্মৃতি ফলক উন্মোচন ও বৃক্ষ রোপণ  জুড়ীতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন  ত্রিশালে জুলাই গণঅভ্যুত্থান দিবসে খেলা ও পুরস্কার বিতরণ জুলাই শহিদ পরিবার,আহত ও সম্মুখ সারির যোদ্ধাদের নিয়ে সম্মেলন ও দোয়া মাহফিল শ্রীপুরে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র‍্যালীতে জনতার ঢল  ট্রাম্পকে গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে চিঠি ইসরায়েলি অবসরপ্রাপ্ত ৬শ’ কর্মকর্তার

নৌকা মানেই উন্নয়ন, নৌকা মানেই সমৃদ্ধি- অধ্যক্ষ আবুল কালাম আজাদ 

শফিকুল আলম ইমন, রাজশাহী
  • Update Time : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১৪৮ Time View
শফিকুল আলম ইমন, রাজশাহী
রাজশাহী-৪ (বাগমারা) আসনের আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তাহেরপুর পৌরসভার সফল মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, নৌকা মানেই উন্নয়ন, নৌকা মানেই সমৃদ্ধি, নৌকা মানেই টেকশই বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশের রুপকার মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ তৈরির পথ প্রদর্শক নৌকা। নৌকাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যায়ে অংশ গ্রহণ করার আহবান জানাচ্ছি। বাগমারাবাসীকে আর প্রতিশ্রুতি’র মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে না। উন্নয়ন না করতে পারলে আমাকে জবাবদিহি’র মধ্যে নিয়ে আসবেন। আমি জনগণের সেবক হিসেবে  প্রতিটি কাজে জবাবদিহি’র করতে চাই। আমি কারো স্যার হতে চাই না, আমাকে আপনাদের সন্তান ভাই হিসেবেই সবসময় পাশে পাবেন।
আমাকে একবার নির্বাচিত করেন, ফলাফল আপনাদের হাতেই উপহার দিবো ইনশাআল্লাহ। নির্বাচিত হলে আপনাদের বাগমারাকে উন্নত জীবনযাত্রাসহ কৃষি খাতে ব্যাপক ভূমিকা রাখবো। রাস্তাঘাটসহ তরুণ প্রজন্মে বড় সমস্যা বেকারত্ব কমিয়ে আনতে নতুন নতুন উদ্দোক্তা তৈরি করবো ইনশাআল্লাহ। উপজেলার প্রতিটি ইউনিয়ন হবে স্মার্ট ডিজিটাল ইউনিয়ন। ঘরে বসেই সেবা প্রত্যাশীরা সেবা পাবেন এমন কাজ অবশ্যই করবো। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার যে উন্নয়ন ধারা অব্যাহত আছে। অব্যাহত উন্নয়নের অংশ হিসেবে আপনারা নৌকায় ভোট দিবেন। আমি কথা দিচ্ছি আগের যে কোনো সময়ের চেয়ে বাগমারার উন্নয়ন শতভাগ বেশি হবে।  সোমবার (পহেলা জানুয়ারী) ভবানীগঞ্জ গণসংযোগ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। দেশের সকল স্থানের উন্নয়ন হয়েছে। তিনি রাজশাহীর বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরে বলেন, দেশের এতো সব উন্নয়ন হয়েছে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য। দেশের জনগন এখন শান্তিতে আছে। তিনি বলেন, উন্নয়নের জন্য দেশের সকল স্থানের নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে। নৌকার বিজয় নিশ্চিত করতে আমাদের উপজেলাবাসী  অতন্দ্র প্রহরীর ভূমিকায় কাজ করছেন। তাঁরা সকল অপতৎপরতা রুখে দাঁড়িয়েছে। উপজেলা আ’লীগসহ সকল শ্রেণী পেশার মানুষ এখন নৌকা’র পক্ষে কাজ করছে। তাঁরা বুঝে গেছে উন্নত জীবনযাত্রা মানেই নৌকা।  এসময় উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ সাধারণ মানুষজন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category