বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড প্রায় ১২ শ ঘর-বাড়ি উদ্দীপনা ও প্রত্যয়ের মধ্য দিয়ে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক ৪৭,৭১ ও ২৪শের বিপ্লব অর্থবহ করতে ইসলাম প্রতিষ্ঠার বিকল্প নাই: শ্রীপুরে দুর্নীতিমুক্ত-সন্ত্রাসমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত  ‎তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীপুরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও উপহার বিতরণ নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান নিহত বদলগাছীতে সাংবাদিক আশরাফুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত রংপুরে সাংবাদিক হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী গ্রেফতার নড়াইলে বাস টার্মিনালে অবৈধ টোল আদায় বন্ধে সেনাবাহিনীর হস্তক্ষেপ

যুদ্ধ বন্ধ করো: ক্ষুদে নৃত্য শিল্পীদের আহ্বান

শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো
  • Update Time : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ১৫৯ Time View

শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো

 

“পৃথিবী শুদ্ধ হানাহানি যুদ্ধ বন্ধ করো, ভালবাসা দিয়ে এই পৃথিবী গড়ো” উচ্চারণে আর অবলম্বনে ব্যতিক্রমী এক সাংস্কৃতিক সন্ধ্যা, যেখানে শিশু শিল্পীরা সবাই শান্তির রং সাদায় সেজে নৃত্যের ভঙ্গিমায় যুদ্ধ বন্ধের আকুতি আর আহবান জানালো, জানালো শান্তির শপথে ভালবাসা দিয়ে পৃথিবী গড়ার প্রত্যয়।

নাচের সাথে সাথে ক্ষুদে নৃত্য শিল্পীদের হাতে যুদ্ধ বন্ধ করো, ভালবাসা দিয়ে পৃথিবী গড়ো, STOP WAR , Protect The Children of Palestine, Don’t Kill Palestine Children, Stop occupying Palestinian land, Palestines Independece should be Protected, Killers of senseless children are enemies of humanity, Everyone protest against Israel’s brutality, Return the land of Palestine to the Palestinians এরকম প্ল্যাকার্ড শোভা পাচ্ছিল।

আলোচকরা বলেন, সারাবিশ্বে যখন হানাহানি, দ্বিধা, ভয়, হিংসা আর দ্বন্দ, যুদ্ধে যুদ্ধে বিদ্ধস্ত শিশু নারী সহ সাধারণ মানুষ। ঠিক এই সময় এই শিশুদের শান্তির বারতা নিয়ে যুদ্ধ বন্ধের আহবান আমাদের জন্য বড় আনন্দের প্রাপ্তি । কারণ ক্রীড়া ও সুস্থ সাংস্কৃতিক চর্চাই পারে শুদ্ধ মানুষ তৈরী করতে। প্যালেস্টাইনের শিশু নির্যাতনের বিপক্ষে দাঁড়ানো আর যুদ্ধ বন্ধের আহবান এরই বহি:প্রকাশ। নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠী বরাবরই এরকম ব্যতিক্রমধর্মী আয়োজনের স্বাক্ষর রেখে চলেছে। এ ধারা অব্যহত থাক। যুদ্ধ বন্ধের আহবান পৌঁছাক প্যালেস্টাইন আর ইসরায়েল এ।

এসময় নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠী’র ক্ষুদে শিল্পীদের মধ্যে উপমা,অদিতি,নেহা ,শ্রেয়া, হিয়া, নেহা২, মাইশা ,দিয়া, নওরীন,আরিক, দিয়া ২, নুসরাত, অরিত্রি, সুবাহ্ ও অয়ত্রী অংশ গ্রহন করে।
নৃত্য পরিচালনা করেন আয়েশা আক্তার ডালিয়া,
অনুষ্ঠান নিয়ন্ত্রনে ছিলেন নূর হোসেন মিন্টু ও আরিফ চৌধুরী।

রাজশাহী নগরীর ভিক্টোরিয়া রোডের হেলালুন ভবনে নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠী’র নিজস্ব মিলনায়তনে সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যায় এ প্রতিবাদী সাংস্কৃতিক পরিবেশনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি উত্তরবঙ্গের প্রখ্যাত নৃত্য গুরু ও সমাজ চিন্তাবিদ হাসিব পান্না’র সভাপতিত্বে ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা সুখেন মুখার্জি’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হেমায়েতুল ইসলাম ; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, প্রখ্যাত বেহালা বাদক এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পানি বিজ্ঞানী রুয়েট’র প্রফেসর ইকবাল মতিন, রাসিক ২২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার (টেকন) ও রাজশাহীর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: মনজুর কাদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category