এইচ এম শহিদুল ইসলাম, পেকুয়া
পেকুয়ায় বনভূমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের হিড়িক পড়েছে। এমনই চিত্র দেখা যায় পেকুয়ার শিলখালীতে। চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া বিটের শিলখালী ঢালারমুখ এলাকায় সরকারি রিজার্ভ ভূমি দখল করে অবৈধ পাকা স্থাপনা নির্মাণ করছে স্থানীয় প্রভাবশালী কামাল হোসেন।
খবর পেয়ে গত ১১ ডিসেম্বর বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তাকে উচ্ছেদ অভিযান চালানোর নির্দেশ দেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূম্পা ঘোষ।
আজ ৩ জানুয়ারি সরজমিন গিয়ে দেখা যায় এখনো ওই স্থাপনায় অদৃশ্যকারণে কোনো ধরণের উচ্ছেদ অভিযান করেননি দায়িত্বরত রেঞ্জ কর্মকর্তা। রাত-দিন সমান গতিতে নির্মাণকাজ এগিয়ে চল্লেও আইনগত কেন ব্যবস্থা নেওয়া হয়নি জানতে চাইলে রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক বলেন, আমি ওই জায়গায় লোক পাঠাচ্ছি, ব্যবস্থা নিবো।
এবিষয়ে জানতে চাইলে সহকারী বন সংরক্ষক(পদুয়া) দেলোয়ার বলেন, এবিষয়ে আমি খুঁজ নিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছি।
পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)কে বিষয়টি অবগত করলে তিনি বলেন, লোকেশন(ঠিকানা)টা আমাকে পাঠান বিষয়টা আমি দেখছি।
Leave a Reply