এইচ এম শহিদুল ইসলাম পেকুয়া
কক্সবাজারের পেকুয়ায় ফসলী জমিতে লবণ চাষ করে ভাগ্য খুলেছে সদর ইউনিয়নের স্কুল ঘোনা এলাকার অনেক কৃষকের। ফলে তারা দিন দিন ধান চাষ ফেলে লবণচাষে আগ্রহী হচ্ছেন। স্থানীয় কৃষকেরা বলছেন ধান চাষে অনেক লোকসানে ছিল কিন্ত লবণচাষে কম খরচে তারা এখন অধিক লাভবান হচ্ছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায় পেকুয়া সদর ইউনিয়নের স্কুল ঘোনা, জালিয়াখালী ও সিরাদিয়াসহ পেকুয়ার নানান গ্রামে মানুষ লবণ চাষ করে তাদের ভাগ্য পরিবর্তন করছেন। তবে এই লবণচাষে স্থানীয় একটি মহলের বাধাঁর ও শিকার হচ্ছেন বলে অভিযোগ লবণচাষীদের।
স্থানীয় লবণচাষী জিয়াবুল করিমের অভিযোগ একই এলাকার মৃত তোতা মিয়ার পুত্র কামাল হোছাইন ও আবু ছৈয়দের পুত্র শাহাজাহান তাদেরকে লবণ চাষে বাধাঁ দিচ্ছেন। তিনি আরো অভিযোগ করছেন লবণ চাষ না করার জন্য তাদেরকে প্রতিনিয়িত হুমকি ধমকি দিচ্ছেন ওই সিন্ডিকেট।
স্কুল ঘোনা ও জালিয়াখালী এলাকার হাজী মোহাম্মদ ইসহাক, নুরুল হোসেন, মো: সিরাজ, রিদুয়ানুল ইসলামসহ ওই এলাকার শতাধিক লবণচাষীর দাবি তারা যেন নির্বিগ্নে এই লবণ চাষ করে তাদের জিবিকা নির্বাহ করছেন,
এলাকার আশেপাশের প্রায় ধানচাষের জমি এখন নতুন করে লবন মাঠ তৈরি করেছেন। ধান চাষে কৃষকরা ক্ষতি অগ্রস্থ হচ্ছেন বলেই এই লবন পেশার আগ্রহী বেশি। তবে এলাকার কিচ্ছু মহলের ইন্দে কামাল হোসেন ও শাহাজাহানের নেতৃত্বে লবন মাঠ তৈরিতে বাঁধা সৃষ্টি করে সাধারন মানুষের ক্ষতি অগ্রস্থ করার চেষ্টা করে যাচ্ছেন,ভুক্তভোগী লবন চাষীরা বলেন- স্হানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন সঠিক তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার জন্য অনুরোধ করেন।
Leave a Reply