শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৩১তম মৃত্যুবার্ষিকী আজ রাজশাহীতে ঐতিহ্যবাহী তিরোভাব মহোৎসব শুরু রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর স্মরণ সভা অনুষ্ঠিত পবিত্র কোরআন ‘অবমাননার’র বিচারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ রংপুরে বিএনপি নেতা লাকুকে অশ্রু, শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় জানালেন লাখো মানুষ শ্রীপুরে বিএনপির ৩১দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ রাজশাহী সড়ক-জনপথে কর্মচারীদের জনসংযোগ নিয়ামতপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ ত্রিশালে বিশ্ব দৃষ্টি দিবসে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত রংপুরে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড প্রায় ১২ শ ঘর-বাড়ি

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত  প্রতিনিধি শহীদ উল্লাহ খন্দকারের শ্রদ্ধা

স্টাফ রিপোটারঃ
  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ১৪৫ Time View
স্টাফ রিপোটারঃ
 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের উন্নয়ন কার্যক্রমের দায়িত্ব পালনের সদ্য নিয়োগ পাওয়া প্রতিনিধি মো. শহীদ উল্লা খন্দকার।
২০২২ সালে প্রধানমন্ত্রীর উন্নয়ন কার্যক্রমের দায়িত্ব পালনের নিয়োগ পান। এখন আবার পুনরায় একই দায়িত্ব পেলেন মো. শহীদ উল্লা খন্দকার।
বুধবার  (৩১ জানুয়ারি) সকাল ১১টায় কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
পরে  ফাতেহা পাঠ ও ‘৭৪- এর ১৫ আগস্টে বঙ্গবন্ধুসহ নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি  মাহাবুব আলী খান, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ,টুঙ্গিপাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা,টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল,কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খান,  ফরমান মুন্সি, জাতীয় শ্রমিক লীগ কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, কোটালীপাড়া উপজেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপু, সাধারণ সম্পাদক বাবুল হাজরা, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী খায়রুল রাজ্জাক খসরু, সাধারণ সম্পাদক বাবলু হাজরা, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার, সাধারণ সম্পাদক শামিম দাড়িয়া, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ কোটালিপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মোঃ জসিম উদ্দিনসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
মো. শহীদ উল্লা খন্দকার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব ও গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের আটাশী বাড়ী গ্রামের মৃত মোবারেক আলী খন্দকারের ছেলে।
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category