কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধি
গোপালগঞ্জের কৃতি সন্তান, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) এর পাঠানো উপহারের শীত বস্ত্র (কম্বল) পেয়ে উচ্ছ্বসিত গোপালগঞ্জের ৩৫টি বেদে পরিবার।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে ডিএমপি কমিশনারের পক্ষে এ শীত বস্ত্রগুলো গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের মধুমতি নদীর পাড়ে বসবাসরত বেদে পরিবারের হাতে তুলে দেন স্বেচ্ছাসেবী সদস্য বিজয় সরকার, বিভাষ সরকার (স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি), সদস্য সৌরভ ও জহিরুল। হঠাৎ শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় পুলিশ কমিশনার হাবিবুর রহমানের পাঠানো শীত বস্ত্র নিতে আসা অনেক বেদেকে আবেগাপ্লুত হতে দেখা যায়।
এসময় সুবিধাভোগীরা শত কর্মব্যস্ততার মাঝেও পুলিশ কমিশনার হাবিবুর রহমান তাদের দুর্দশার কথা চিন্তা করে সুদূর ঢাকা থেকে তাদের জন্য কষ্ট করে শীতবস্ত্র পাঠিয়েছেন সেজন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁর ও পরিবারের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন।
Leave a Reply