বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুন প্রজন্মের জন্য নতুন গান নিয়ে আসছেন কন্ঠ শিল্পী তমালিকা নির্বাচনের তারিখ ঘোষণা করায় উপদেষ্টা পরিষদের কিছু সদস্যের মন খারাপ : মেজর হাফিজ জনগণের ভোট দেয়ার আকাঙ্ক্ষা পূরণ করতে হবে : রংপুরে গয়েশ্বর চন্দ্র রায় রংপুরের গঙ্গাচড়ায় নিখোঁজ হওয়া দুই শিশুর মরদেহ  উদ্ধার টুঙ্গিপাড়ায় ইসলামী ছাত্র আন্দোলনের থানা সম্মেলন অনুষ্ঠিত পেকুয়া শহীদ ওয়াসিমের স্মরণে স্মৃতি ফলক উন্মোচন ও বৃক্ষ রোপণ  জুড়ীতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন  ত্রিশালে জুলাই গণঅভ্যুত্থান দিবসে খেলা ও পুরস্কার বিতরণ জুলাই শহিদ পরিবার,আহত ও সম্মুখ সারির যোদ্ধাদের নিয়ে সম্মেলন ও দোয়া মাহফিল শ্রীপুরে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র‍্যালীতে জনতার ঢল 

ত্রিশালে মিনিস্টার কোম্পানিতে বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

এস এম মাসুদ রানা, ত্রিশাল
  • Update Time : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৮ Time View

এস এম মাসুদ রানা,ত্রিশাল

দ্বিতীয় বারের মতো বকেয়া বেতনের দাবিতে ত্রিশাল মিনিস্টার কোম্পানির সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মিনিস্টার কোম্পানির শ্রমিকেরা। গত নভেম্বর মাসেও মিনিস্টার কোম্পানির কর্মরত শ্রমিকরা বেতনের দাবীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

প্রায় এক ঘণ্টা অবরোধে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আজ শনিবার সকাল ৮ টায় মিনিস্টার কোম্পানির সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে বানার নদী ব্রিজ এলাকায়।

খবর পেয়ে ত্রিশাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে
মিনিস্টার কোম্পানির মালিক পক্ষের ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে দ্রুত বেতন পরিশোধের আশ্বাস দেয়। সকাল ৯ টার দিকে শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে কারখানার ভেতর অবস্থান নেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিক, পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়,
ত্রিশাল উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের ৬ নং ওয়াডে মিনিস্টার কোম্পানির শ্রমিকদের গত মাসের বেতন বকেয়া রয়েছে। কারখানায় প্রায় ১০০০ শ্রমিক কাজ করেন। আজ (শনিবার ) সকালে আগেই গত মাসের বেতন পরিশোধের কথা ছিল।

কিন্তু মালিক পক্ষ কথা অনুযায়ী বেতন পরিশোধে ব্যর্থ হয়। শ্রমিকেরা সকাল ৮টার দিকে কারখানায় এসে কাজে যোগ দেয়। বেতনের জন্য কারখানার ভেতরে অবস্থান করতে থাকেন। পরে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কারখানার মালিক পক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বেতন পরিশোধের আশ্বাস দেন। এবং শ্রমিকদের ১০ দফা দাবি পূরণে আশ্বস্ত করেন। পরে শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category