বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড প্রায় ১২ শ ঘর-বাড়ি উদ্দীপনা ও প্রত্যয়ের মধ্য দিয়ে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক ৪৭,৭১ ও ২৪শের বিপ্লব অর্থবহ করতে ইসলাম প্রতিষ্ঠার বিকল্প নাই: শ্রীপুরে দুর্নীতিমুক্ত-সন্ত্রাসমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত  ‎তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীপুরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও উপহার বিতরণ নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান নিহত বদলগাছীতে সাংবাদিক আশরাফুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত রংপুরে সাংবাদিক হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী গ্রেফতার নড়াইলে বাস টার্মিনালে অবৈধ টোল আদায় বন্ধে সেনাবাহিনীর হস্তক্ষেপ

গাজীপুরে দিনে-দুপুরে এনজিও অফিসে ডাকাতি, আহত ১

এস এম দূর্জয়, গাজীপুর
  • Update Time : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৩ Time View

এস এম দূর্জয়, গাজীপুর

গাজীপুর সদর উপজেলায় বুরো বাংলাদেশ (এনজিও) বাঘের বাজার শাখা অফিসে দিন- দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় এনজিওর এক নারী কর্মকর্তার মাথায় আঘাত করলে গুরুতর আহত হয়।

বৃহস্পতিবার ( ২২ ফেব্রুয়ারি )সকাল ১০টার দিকে সদর উপজেলার বাঘের বাজার শিরিরচলা এলাকায় বাবুল সরকারের ভাড়া দেওয়া বাড়িতে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,বাঘের বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পাশে বাবুল সরকারের পাঁচতলা বাড়ির নিচতলায় বুরো বাংলাদেশ নামে একটি এনজিও প্রতিষ্ঠান ১বছর আগে ভাড়া নিয়ে কার্যক্রম চালিয়ে আসছে।

বৃহস্পতিবার সকাল দশটার দিকে চার থেকে পাঁচজন অজ্ঞাত ব্যক্তি অফিসের সামনে অবস্থান নেয়। মাঠ পর্যায়ের এনজিও কর্মীরা বাহিরে চলে গেলে সুযোগ বুঝে অফিসের ভেতর প্রবেশ করেন। এসময় সিনিয়র একাউন্টস অফিসার রওশনারা (৩৫) কে একা পেয়ে মাথায় আঘাত করে।পরে তিনি গুরুতর আহত হয়ে নিচে পড়ে গেলে ডাকাতরা নগদ টাকা লুট করে নিয়ে যায়।
পরে আহত রওশনারার ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়।পরে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।

বুরো বাংলাদেশ (এনজিও) এর গাজীপুর জোন এর জোনাল ম্যানেজার জহিরুল ইসলাম জানান, এ ঘটনার পর ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশ আনা হয়। এবং আহত রওশনারাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।পরবর্তীতে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে লিখিত অভিযোগ করব।

জয়দেবপুর থানার এসআই সুজিত কুমার মৃধা জানান, ৯৯৯ এ কল পাওয়ার পর ঘটনাস্থলে এসে পরিদর্শন করা হয়েছে। এসময় সিসি ক্যামেরা না থাকায় কাউকে চিহ্নিত করা সম্ভব হয়নি। পরবর্তীতে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category