রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রংপুরে প্রতিবাদ ও মানবন্ধন অনুষ্ঠিত সাংবাদিক তুহিন হত্যার নেপথ্য কারণ কারণ জানালো পুলিশ,১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার আশ্বাস পুলিশের ভূমি অফিসে চাকরি করে বলে কবরস্থান দখলের পায়তারা শ্রীপুর প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি আব্দুল মালেক,সাধারণ সম্পাদক ইসমাইল রাজশাহীতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন রংপুরে তুহিনকে হত্যার প্রতিবাদ ও খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ত্রিশাল প্রেসক্লাবের মানববন্ধন নওগাঁয় বিএমএসএফের উদ্যোগে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে জরুরি সভা গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন  নড়াইলে কেরাম খেলে বাড়ি ফেরেনি শোয়েবুর,পরদিন পুকুরে মিললো মরদেহ

প্রেসক্লাব রংপুর আয়োজিত মিডিয়া কাপের চ্যাম্পিয়ন টিসিএ

শরিফা বেগম শিউলী, স্টাফ রিপোটার
  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৩ Time View

শরিফা বেগম শিউলী, স্টাফ রিপোর্টার

রংপুর প্রেসক্লাব আয়োজিত প্রথমবারের মত মিডিয়াকাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ)।

শনিবার (২৪ ফেব্রুয়ারী) সকাল ১১টায় টিসিএ রংপুরের মুখোমুখি হয় রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।

নির্ধারিত ১২ ওভারে তারা ৭৪ রান করে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৭ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিসিএ। টুর্নামেন্টে ম্যান অব দ্যা টুর্নামেন্ট পুরস্কার পায় টিসিএ’র অলরাউন্ডার সাইফুল ইসলাম হৃদয়, সর্বোচ্চ রান সংগ্রহক টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-টিসিএ’র রংপুরের অলরাউন্ডার মোহাম্মদ রনি। এছাড়া সর্বোচ্চ উইকেট শিকারী ও ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার লাভ করে টিসিএ’র সাধারণ সম্পাদক এহসানুল হক সুমন।

রংপুর প্রেসক্লাবের সভাপতি মোনাব্বর হোসেন মনা’র সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন-অর-রশিদ, বিসিবি’র পরিচালক, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাড. আনোয়ারুল ইসলাম, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক লতিফা শওকত, তিস্তা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আশরাফুল আলম আল আমিন, সিটি কর্পোরেশনের কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু, তিস্তা বিশ্ববিদ্যালয়ের পরিচালক মোয়াজ্জেম হোসেন সরকার, সাবেক ব্যাংক কর্মকর্তা মাসুদ করিম খান, রংপুর স্টিলের স্বত্ত্বাধিকারী হামীম আব্দুল্লাহ।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলী ও ক্রীড়া সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক জিতু কবীর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, প্রেসক্লাবের সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক।

আরও বক্তব্য রাখেন, রংপুর প্রেসক্লাবের সদস্য আরিফুল হক রুজু, মাহবুবুল ইসলাম, জয়নাল আবেদীন, নজরুল মৃধা, সিদ্দিকুর রহমান, আব্দুর রহমান মিন্টু, রেজাউল ইসলাম বাবু, হাসান গোর্কি, রিপোর্টার্স ক্লাবের সাধারণ মিজানুর রহমান লুলু, সিনিয়র সহ-সভাপতি এস এম ইকবাল সুমন, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি নজরুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি শরিফা বেগম শিউলী, সাধারণ সম্পাদক শিমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রবিন চৌধুরী রাসেল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুরের কোষাধ্যক্ষ মেজবাহুল মোকাররবিন হিমেল, রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসাসিয়েশনের সভাপতি গোলজার রহমান আদর, সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান হিরু, টিসিএ রংপুরের সভাপতি শাহ নেওয়াজ জনি ও সাধারণ সম্পাদক এহসানুল হক সুমন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি শিপন তালুকদার।

পরে অতিথিরা অংশগ্রহণকারী দল প্রেসক্লাব রংপুর, রিপোটার্স ক্লাব রংপুর, সিটি প্রেসক্লাব, রংপুর রিপোটার্স ক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রিপোটার্স ইউনিটি, টিসিএ রংপুর ও রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অধিনায়ক ও সংগঠনের নেতৃবৃন্দের হাতে পুরস্কার তুলে দেন। শেষে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল টিসিএ রংপুর এবং রানার্সআপ দল রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।

সেই সাথে প্রথমবারের মত এ টুর্নামেন্ট আয়োজন করায় প্রেসক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান অতিথি ও সাংবাদিক সংগঠনগুলো। আগামীতেও যেন প্রেসক্লাব এ ধরনের আয়োজন অব্যহত রাখেন, সেই প্রত্যাশা করেন তারা। টুর্নামেন্টে সকল সাংবাদিক সংগঠনের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণসহ সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান প্রেসক্লাবের নেতৃবৃন্দরা।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি রংপুরের ৮টি সাংবাদিক সংগঠনের অংশগ্রহণে শুরু হয় মিডিয়া কাপ টুর্নামেন্ট। এর উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category