বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে শহীদ ওসমান হাদীর স্মরণে শোক র‍্যালী নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে দায়িত্ব পালন করতে হবে: রংপুর জেলা প্রশাসক দৌলতপুর আদালতের নির্দেশ অমান্য করে চলাচলের রাস্তা বন্ধ করার  অভিযোগ রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেন তৃতীয় লিঙ্গের রানী রাজশাহী কলেজ অ্যালামনাই এসোসিয়েশন নির্বাচনে আলোচনায় ওয়ালিদ লোহাগড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা বিজয় দিবসের প্রথম প্রহরে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন ৭১ নিয়ে যারা বাজে মন্তব্য করছে তাদের জনগন সঠিক জবাব দিবেন: জুয়েল কুষ্টিয়া দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েলের সৌজন্যে মহান বিজয় দিবস পালিত যথাযোগ্য মর্যাদায় রংপুরে মহান বিজয় দিবস পালিত

পিরোজপুরে ৬ষ্ঠ ভোটার দিবস পালিত

জুবায়ের আল মামুন, পিরোজপুর
  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২০৮ Time View

জুবায়ের আল মামুন, পিরোজপুর

পিরোজপুর পালিত হয়েছে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস। এ উপলক্ষে পিরোজপুর জেলা নির্বাচন অফিসার কার্যালয়ের আয়োজনে ২৭ফেব্রুয়ারী সকাল ৯টায় শহরে রেলী ও জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা নির্বাচন অফিসার মোঃ মিজানুর রহমান। “সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এ প্রতিপাদ্যে আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মাধবী রায়, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) মোঃ মুকিত হাসান খাঁন এছাড়াও আলোচনায় অংশ নেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা গৌতম নারায়ণ চৌধুরী, পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি গ্লোবাল টেলিভিশন এর জেলা প্রতিনিধি জুবায়ের আল মামুনসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মাধবী রায় বলেন, ভোটার তালিকায় ফিঙ্গার প্রিন্ট সংযুক্ত থাকার কারনে আঞ্জুমানে বেওয়ারিশ লাশের সংখ্যা আগের চেয়ে কমেছে। বেওয়ারিশ লাশের পরিচয় নিশ্চিত হতে ভোটার তালিকা এবং স্মার্ট কার্ড গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে।

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খাঁন বলেন, আমরা যখন সঠিক তথ্য দিয়ে ভোটার হবো তখন আমরা ভোট স্বাধীনভাবে দিয়ে জনপ্রতিনিধি তৈরি করতে পরবো। জাতীয় পরিচয়পত্র আমাদের বিভিন্ন কাজে প্রয়োজন হয়। সরকারি বিভিন্ন দপ্তরে নাগরিকদের সুবিধা দিতে এই স্মার্ট কার্ডটির ব্যবহার শুরু হয়েছে।

আমাদের সকলের উচিৎ সঠিক তথ্য দিয়ে ভোটার হওয়া তাহলেই অনেক জটিলতা থেকে আমরা মুক্তি পাবো।
অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা গৌতম নারায়ণ চৌধুরী বলেন, স্বচ্ছ ভোটার তালিকা একটি দেশের নাগরিকের পরিচয় বহন করে। আমাদের সঠিক তথ্যদিয়ে ভোটার তালিকা করতে হবে তাতে আমাদের সকলের উপকার।

অতিথির বক্তব্যে পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি জুবায়ের আল মামুন বলেন, সুষ্ঠ ভোটার তালিকা করার জন্য নির্বাচন কমিশন জাতির কাছে ধন্যবাদ পেতে পারে, মহান স্বাধীনতার প্রায় ৩০ বছর পর স্মার্ট কার্ড আমরা হতে পেয়েছি। আমি বাংলাদেশি হিসেবে জাতীয় পরিচয়পত্র পেয়ে গর্বিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category