এস.এম দুর্জয়, গাজীপুর
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এবং বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়,ও বিভিন্ন দাখিল মাদ্রাসার যৌথ উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অধ্যাপিকা রুমানা আলী টুসি এমপি কে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ই মার্চ)উপজেলার কাওরাইদ বলদীঘাট জান মাহমুদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মাননীয় প্রতিমন্ত্রী অধ্যাপিকা রুমানা আলী টুসি এমপি মহোদয় কে এ সংবর্ধনা দেওয়া হয়।বলদীঘাট জান মাহমুদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও গাজীপুর জেলা যুবলীগের আহ্বায়ক সদস্য কামরুল হাসান মন্ডলের সভাপতিত্বে ও কাওরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান মাস্টারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপিকা রুমানা আলী টুসি এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট সামসুল আলম প্রধান।শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জলিল বি এ,শ্রীপুর বীর মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি আহসান উল্লাহ,কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আজিজুল হক আজিজ,কাওরাইদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ:হাই বেপারী,কাওরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃকাজিম উদ্দিন প্রধান,শ্রীপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো:শারফুল ইসলাম,শ্রীপুর উপজেলা আঞ্চলিক শ্রমিক লীগের সহসাধারণ সম্পাদক রুহুল আমীন খান।এসময় আরো উপস্থিত ছিলেন বলদীঘাট জান মাহমুদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী,ছাত্র-ছাত্রী,অভিভাবকসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।শেষে প্রধান অতিথি সহ অতিথিরা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
Leave a Reply