
স্টাফ রিপোটারঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় টুপুরিয়া ইসলামি যুব সংঘ ও সেবামূলক ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০৭ ই মার্চ) বিকেলে টুপুরিয়া ইসলামি যুব সংঘ এর কার্যালয়ে ৬০ জন গরিব ও অসহায়দের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ইসলামি যুব সংঘ ও সেবামূলক ফাউন্ডেশনের সভাপতি মোঃ মাসউদুর রহমান এর সভাপতিত্বে কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ করেন।
আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদ আবুল হোসেন মাতব্বর, কোটালীপাড়া উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব মোহাম্মদ নজরুল ইসলাম স্বপন, কুশলা ইউনিয়নের শ্রমিক লীগের সভাপতি ইব্রাহিম শেখ, সাবেক ইউপি সদস্য নাছিম আহমেদ, ক ইসলামি যুব আন্দোলন কোটালীপাড়া উপজেলা শাখার প্রচার সম্পাদক নাহিদ হাসান সহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন, টুপুরিয়া ইসলামি যুব সংঘের সহ-সভাপতি বনি আমিন, আব্দুল কাইয়ুম হাজরা, মোহাম্মদ মিরাজুল ইসলাম শেখ, সাধারণ সম্পাদক মোঃ কালন শেখ, সহ-সাধারণ সম্পাদক মোঃ সুমন শেখ, উপদেষ্টার সদস্য মোঃ নেয়ামত হাজরা, দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ রুবেল হোসেন, উপ ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ সামিউল শেখ প্রমূখ।
Leave a Reply