জুবায়ের আল মামুন, পিরোজপুর
৫ম বারের মতো এবারও পিরোজপুরের পথে পথে ইফতারের আয়োজনে জেলা স্বেচ্ছাসেবক লীগ। সাধারণ সম্পাদক সুমন সিকদারের নেতৃত্বে রমজানের ১ম দিনে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে ইফতার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মালেক।
এসময়ে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড, খান আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এ্যাড, কানাইলাল বিশ্বাস,উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মল্লিক স্বপন, সাধারন সম্পাদক রেজাউল করিম মন্টু সিকদার, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরন। উদ্ভোধন কালে পৌর মেয়র বলেন, স্বেচ্ছাসেবক লীগের এ উদ্যোগ প্রশংসনীয়, পিরোজপুরের পথে পথে তারা সারা রমজানে ইফতার বিতরণ করবে।
সুমন সিকদারকে এই মানবিক কাজের জন্য ধন্যবাদ জানাই। আপনারা সবাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তিনি সুস্থ থাকলে দেশ এগিয়ে যাবে।
এ বিষয়ে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুমন সিকদার বলেন, পিরোজপুর আওয়ামীলীগের সহ-সভাপতি বার বার নির্বাচিত পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মালেক মহোদয় এর অনুপ্রেরণা ও সহযোগিতায় ৫ বছর ধরে আমরা স্বেচ্ছাসেবক লীগ রমজানে পথে পথে ইফতার বিতরণ করছি। আপনারা মেয়র মহোদয় এর জন্য দোয়া করবেন। আমরা এ কার্যক্রম রমজানের শেষ দিন পর্যন্ত অব্যহত রাখবো।
Leave a Reply