বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড প্রায় ১২ শ ঘর-বাড়ি উদ্দীপনা ও প্রত্যয়ের মধ্য দিয়ে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক ৪৭,৭১ ও ২৪শের বিপ্লব অর্থবহ করতে ইসলাম প্রতিষ্ঠার বিকল্প নাই: শ্রীপুরে দুর্নীতিমুক্ত-সন্ত্রাসমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত  ‎তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীপুরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও উপহার বিতরণ নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান নিহত বদলগাছীতে সাংবাদিক আশরাফুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত রংপুরে সাংবাদিক হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী গ্রেফতার নড়াইলে বাস টার্মিনালে অবৈধ টোল আদায় বন্ধে সেনাবাহিনীর হস্তক্ষেপ

গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচন: ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে রবিউল আলম

শফিকুল আলম ইমন, রাজশাহী
  • Update Time : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ১৩২ Time View

শফিকুল আলম ইমন, রাজশাহী

রাজশাহীতে গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে শীর্ষে অবস্থান করছেন গোদাগাড়ী পৌর আওয়ামী লীগ নেতা রবিউল আলম।

আওয়ামী লীগের সক্রিয় রাজনীতির সাথে যুক্ত থেকে দীর্ঘ দিন থেকে গোদাগাড়ী উপজেলার সর্বস্তরের জনগণের পাশে থেকে সেবায় নিয়োজিত আছেন তিনি। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন নিয়ে জনগণের সেবাই নিয়োজিত থাকার ইচ্ছে পোষণ করেন এই নেতা।

গোদাগাড়ী উপজেলার হাটপাড়া এলাকায় জন্মগ্রহণ করা রবিউল আলম প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন শেষ করে আওয়ামী লীগের রাজনীতির সাথে রাজনৈতিক জীবন শুরু করেন।

গোদাগাড়ী উপজেলার দানবীর ও সুশীল সমাজের পরিচিত মুখ মৃত মহিউদ্দিন চেয়ারম্যান এর সুযোগ্য পুত্র রবিউল আলম বাবার মতই জনকল্যাণের পথ ধরেই নিজ উপজেলায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। এলাকার জনসাধারণের যেকোনো ছোট-বড় সমস্যায় দ্রুত ছুটে গিয়ে সমাধান করা সহ উপজেলার নানা উন্নয়ন কর্মকান্ডে জড়িত থাকেন জনপ্রিয় এই চেয়ারম্যান পদপ্রার্থী।

এদিকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে ব্যানার, ফেস্টুন, পোস্টারিং করা সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে তার সরব ভূমিকা বিদ্যমান। এলাকার বিভিন্ন হাট-বাজার ও চায়ের দোকানে তাকে নিয়ে চলছে সর্বত্র আলোচনা এবং জনসাধারণের মধ্যে তাকে নিয়ে রয়েছে নানান জল্পনা-কল্পনা।

এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ নিজ থেকেই রবিউল আলমের পক্ষে প্রচারণা সহ দোয়া চেয়ে জনসাধারণের দারপ্রান্তে যাচ্ছে। “রবিউল আলমকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই” এই কথা এখন স্থানীয় জনগণের মুখে মুখে সর্বত্র প্রচলিত। করোনা মহামারীর সময়ে দরিদ্র-অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দিয়েও ব্যাপক ভালবাসা কুড়িয়েছিলেন তিনি। দিনে দিনে এলাকার মধ্যমনি হয়ে উঠেছেন রবিউল আলম।

জনপ্রিয় এই চেয়াম্যান পদপ্রার্থী বলেন, আমি আমার বাবার মতো জনকল্যানের কাজ করে যাচ্ছি এবং সবসময় যেকোনো অবস্থায় আমার উপজেলাবাসীর পাশে আছি। আমার উপজেলায় বেকার সমস্যা সমাধান, মাদক সন্ত্রাস দূরীকরণ, বালাবিবাহ বন্ধ সহ নানা সামাজিক কাজে সর্বদা সচেষ্ট থাকি।

আমি জনগণের চাওয়াতেই নির্বাচনে যেতে ইচ্ছে পোষণ করেছি।গোদাগাড়ী উপজেলা বাসীর পূর্ণ সমর্থনে আমি এগিয়ে যাচ্ছি, আমার জন্য আপনারা দোয়া করবেন।
এরই ধারাবাহিকতায় গোদাগাড়ী উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে আমি অঙ্গীকারাবদ্ধ।

উল্লেখ, রবিউল আলম ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন। দক্ষতার সাথে গোদাগাড়ী উপজেলা বাসীর জন্য নিরলস ভাবে কাজ করেছেন এই চেয়ারম্যান পদপ্রার্থী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category