মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড প্রায় ১২ শ ঘর-বাড়ি উদ্দীপনা ও প্রত্যয়ের মধ্য দিয়ে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক ৪৭,৭১ ও ২৪শের বিপ্লব অর্থবহ করতে ইসলাম প্রতিষ্ঠার বিকল্প নাই: শ্রীপুরে দুর্নীতিমুক্ত-সন্ত্রাসমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত  ‎তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীপুরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও উপহার বিতরণ নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান নিহত বদলগাছীতে সাংবাদিক আশরাফুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত রংপুরে সাংবাদিক হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী গ্রেফতার নড়াইলে বাস টার্মিনালে অবৈধ টোল আদায় বন্ধে সেনাবাহিনীর হস্তক্ষেপ

কবি ও কলামিষ্ট মাহমুদ ইলাহী মন্ডল এর জানাজা অনুষ্ঠিত

রিয়াজুল হক সাগর,রংপুর
  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ২২৩ Time View

রিয়াজুল হক সাগর,রংপুর

রংপুরের বিশিষ্ট কলামিস্ট, কবি ও অনুবাদক মাহমুদ ইলাহী মন্ডল (৬৬) আর নেই। রোববার সন্ধ্যা ৭ টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সম্প্রতি স্ট্রোক করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

সোমবার (১৮ মার্চ) বাদ জোহর নগরীর কেরামতিয়া জামে মসজিদে মরহুমের ২য় জানাযা শেষে মুন্সিপাড়া কবরস্থানে তাঁর মা বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন অভিযাত্রিক সাহিত্য সংস্কৃতি সংসদ এর সভাপতি কথাসাহিত্যিক রানা মাসুদ। এর আগে বেলা বারোটায় রংপুর বিয়াম স্কুল প্রাঙ্গনে আরেকটি জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।মাহমুদ ইলাহী মন্ডল রংপুর নগরীর ধাপ এলাকার বাসিন্দা ছিলেন। পেশাগত জীবনে বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা ছিলেন।

তিনি রংপুর জিলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক প্রয়াত আব্দুল কাদের মন্ডলের একমাত্র ছেলে। তারঁ ৬ বোন। মাহমুদ ইলাহী মন্ডল ব্যক্তিগত জীবনে চিরকুমার ছিলেন। তিনি জাতীয় পত্রিকায় সমসাময়িক রাজনীতিসহ অন্যান্য বিষয়ে নিয়মিত কলাম লিখতেন। তিনি কবিতা লেখার পাশাপাশি অনুবাদকও ছিলেন।

মাহমুদ ইলাহী মন্ডল ঢাকাসহ রংপুরের বিভিন্ন সাহিত্য সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।এদিকে কলামিস্ট, কবি ও অনুবাদক মাহমুদ ইলাহী মন্ডলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের পক্ষে সভাপতি রানা মাসুদ, রংপুর সাহিত্য সংস্কৃতি পরিষদের ডাঃ মফিজুল ইসলাম মান্টু, লেখক প্রফেসর মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক মামুন উর রশীদ, জাতীয় কবিতা পরিষদ রংপুর বিভাগের সাধারণ সম্পাদক মনজিল মুরাদ লাভলু, বিভাগীয় লেখক পরিষদের সভাপতি কাজী মো. জুননুন, সাধারণ সম্পাদক জাকির আহমদ, রংপুর সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক শাহ আলম, মৌচাক পরিবারের সাধারণ সম্পাদক রেজাউল করিম জীবন, ছান্দসিক সাধারণ সম্পাদক সোহানুর রহমান শাহীন, কবি তৈয়বুর রহমান বাবু, কবি বাদল রহমান, কবি মাসুদ বশীর, কবি শরিফ উর রহমান, বদ্বীব বাংলাদেশ পত্রিকার সহ সম্পাদক কবিও সাংবাদিক রিয়াজুল হক সাগরসহ অন্যান্য সাহিত্য সংগঠনের নেতৃবৃন্দ।

এক শোক বার্তায় জানিয়েছেন, মাহমুদ ইলাহী মন্ডলের মৃত্যুতে আমরা একজন নিবেদিত প্রাণ লেখককে হারালাম যিনি রংপুরে বসেও জাতীয় পর্যায়ের বিভিন্ন মাধ্যমে লেখালিখি করে আমাদের গর্বিত করেছেন। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে আল্লাহপাক যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন সেই দোয়া করেছেন।

সেই সাথে মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। সেই সাথে সম্মিলিত লেখক সমাজ রংপুরের উদ্যোগে আগামী ২১ মার্চ বৃহস্পতিবার বিকেলে রঙ্গপুর সাহিত্য পরিষৎ হলরুমে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category