বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড প্রায় ১২ শ ঘর-বাড়ি উদ্দীপনা ও প্রত্যয়ের মধ্য দিয়ে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক ৪৭,৭১ ও ২৪শের বিপ্লব অর্থবহ করতে ইসলাম প্রতিষ্ঠার বিকল্প নাই: শ্রীপুরে দুর্নীতিমুক্ত-সন্ত্রাসমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত  ‎তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীপুরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও উপহার বিতরণ নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান নিহত বদলগাছীতে সাংবাদিক আশরাফুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত রংপুরে সাংবাদিক হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী গ্রেফতার নড়াইলে বাস টার্মিনালে অবৈধ টোল আদায় বন্ধে সেনাবাহিনীর হস্তক্ষেপ

গাজীপুরে তিন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

এস এম দূর্জয়, গাজীপুর
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ১৩৩ Time View

এস.এম দুর্জয়, গাজীপুর

গাজীপুরে মেয়াদউত্তীর্ণ ওষুধ সরবরাহ ও নানা অনিয়মের অভিযুগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের যৌথ অভিযানে গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকার তিন স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা আর্থিক জরিমানা ও সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মেজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনীর উপস্থিতিতে মঙ্গলবার(১৯ই মার্চ)বেলা ১১টার দিকে এ অভিযান কার্যক্রম শুরু হয় দুপুর ২টা পর্যন্ত।এসময় গাজীপুর সিটি করপোরেশন ৩৫ নং ওয়ার্ডে,বোর্ডবাজার মেডিকেল ডায়াগনস্টিক সেন্টারের কাগজপত্রে ত্রুটি পাওয়ায় ১০হাজার টাকা নগদ অর্থদণ্ড জরিমানা আদায় করা হয়।

এদিকে নগরীর বোর্ডবাজার এলাকায় আরও এক অভিযানে নিউ নিরাময় হোমিও কমপ্লেক্স নামে একটি ওষুধের দোকানে অভিযানে মেয়াদউত্তীর্ণ ওষুধ বিক্রি করার দায়ে প্রতিষ্ঠানটিকে ২০হাজার টাকা জরিমানা নগদ অর্থদণ্ড আদায় করা হয়, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে রয়েছে নানা অনিয়মের অভিযোগের মধ্যে জার্মানির ওষুধ নিজ প্রতিষ্ঠানের লগোযুক্ত করাসহ রোগীদের সাথে প্রতারনার সত্যতা পায় ভ্রাম্যমান আদালত।

অপরদিকে একইদিনে দুপুরে বোর্ড বাজারে নাসিমা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের অনুমতিপত্র না থাকায় ৩৫হাজার টাকা নগদ অর্থদণ্ড আদায় করা হয়, একই সময় প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ রাখার নির্দেশনা দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী মেজিস্ট্রেট লাবনি আক্তার । অভিযান শেষে এসব বিষয়ে গণমাধ্যমকে সত্যতা নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা.মাহমুদা আক্তার।তিনি বলেন,তিনটি প্রতিষ্ঠানে অভিযানের সিদ্ধান্তে তিনটিতেই নানা অনিয়মের প্রমান মিলেছে।

এর মধ্যে ২টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা আদায় ও সাময়িক বন্ধ রাখতে বলা হয়েছে।অপর একটি হোমিও চিকিৎসালয়ে মেয়াদউত্তীর্ণ ওষুধ ও অন্নান্য অনিয়মের প্রমান পাওয়ায় ২০হাজার টাকা অর্থদণ্ড জরিমানা করা হয়।

এঅভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, সহকারি পরিচালক ও গাজীপুর জেলা ভারপ্রাপ্ত সিভিলসার্জন ডা.মাহমুদা আক্তার,জেলা সিভিল সার্জন কার্যালয়ের সহকারি সিভিল সার্জন ডা. এফএম আহসানউল্লাহ,জেলা সিভিলসার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা.ঊর্মি পারভিন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুরের সহকারি পরিচালক মো.শরিফুল ইসলামসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category