রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে টুঙ্গিপাড়ায় সাংবাদিকদের মানববন্ধন গাইবান্ধায় আনারুলের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর প্রতিবাদে ভুক্তভোগীদের মানববন্ধন  সাংবাদিক তুহিনের হত্যাকারীদের বিচারের দাবিতে পেকুয়ায় মানববন্ধন সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রংপুরে প্রতিবাদ ও মানবন্ধন অনুষ্ঠিত সাংবাদিক তুহিন হত্যার নেপথ্য কারণ কারণ জানালো পুলিশ,১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার আশ্বাস পুলিশের ভূমি অফিসে চাকরি করে বলে কবরস্থান দখলের পায়তারা শ্রীপুর প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি আব্দুল মালেক,সাধারণ সম্পাদক ইসমাইল রাজশাহীতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন রংপুরে তুহিনকে হত্যার প্রতিবাদ ও খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ত্রিশাল প্রেসক্লাবের মানববন্ধন

ঢাকায় প্রশংসিত হলেন নিক্বণের নৃত্য শিল্পীরা

শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো
  • Update Time : বুধবার, ১ মে, ২০২৪
  • ২০১ Time View

শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো

আন্তর্জাতিক নৃত্য দিবস-২৪ উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘর ও নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশ’র যৌথ আয়োজনে দুইদিনব্যাপী বাংলাদেশ জাতীয় জাদুঘরের ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে আলোচনা সভা এবং নৃত্যানুষ্ঠানের সমাপনী দিনে প্রশংসিত ও সম্মানিত হয়েছেন নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠী রাজশাহীর শিল্পীরা।

সাম্যের গান গাই, আমার চোখ্যে পুরুষ রমণীর কোন ভেদাভেদ নাই ; বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যানকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর… …! জাগো নারী জাগে বহ্নিশিখা, জাগো স্বাহা সীমন্তে রক্তটিকা… …! এমন-ই আবহে উত্তরবঙ্গে নৃত্য শিল্পের জনক সংগঠন নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠী রাজশাহী’র প্রতিষ্ঠাতা সভাপতি নৃত্য গুরু হাসিব পান্না’র পরিচালনায় ৫ মিনিট ১৭ সেকেন্ডের এক নৃত্যালেখ্যে অংশগ্রহণ করেন রাজশাহীর নৃত্যশিল্পী সাদিকা সারোয়ার উপমা, শাজিয়া আফরিন নেহা, বনশ্রী ঘোষ, সানজিয়া আরিফ শ্রেয়া ও অরণ্যিকা ত্রিদিতা।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টায় সমাপনী অনুষ্ঠানে ‘লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন’ শীর্ষক আলোচনাসভা ও নৃত্যানুষ্ঠান’ অনুষ্ঠিত হয়। নৃত্য শিল্পী ফাউন্ডেশন বাংলাদেশ’র সহ-সভাপতি লুবনা মারিয়াম’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় জাদুঘর’র মহাপরিচালক মোঃ কামরুজ্জামান, বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার লিলি নিকোলস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারপারসন মনিরা পারভীন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কর্পোরেট অ্যাফেয়ার্স এবং ব্র্যান্ড ও মার্কেটিং প্রধান বিটপী দাস চৌধুরী ও বেঙ্গল ফাউন্ডেশনের
মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।

মঞ্চে নৃত্য শিল্পী ফাউন্ডেশনের উত্তরীয় ও ব্যাজ পরিয়ে সম্মাননা জানানোর পর প্রখ্যাত নৃত্য গুরু ও নৃত্য পরিচালক হাসিব পান্না বলেন, একটি প্রবাদ বাক্য আছে, একটি শুদ্ধ নৃত্য তৈরী করতে যে পরিমান মেধা ব্যয় হয়, সেই পরিমান মেধা ব্যয় হলে একটি পারমানবিক অস্ত্র তৈরী করা যায় ; পারমানবিক অস্ত্র দিয়ে তো মানব জীবন নাশ করি। নৃত্য শিক্ষা মেডিক্যাল সাইয়েন্স এর চেয়ে বেশী কার্য্যকর, নৃত্য শিক্ষা মানব জীবনকে উৎফুল্ল রাখে, সুন্দর রাখে, মনে প্রশান্তি আনে। তিনি বলেন, একটি দেশ ও জাতির পরিচয় বহন করে তার সংস্কৃতি, সংস্কৃতি বিপন্ন হলে দেশ ও জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে। আমাদের দেশটিকে টিকিয়ে রাখবার জন্য, দেশটিকে স্বাধীনভাবে গড়ে তোলার জন্য সংস্কৃতিকে আঁকড়ে ধরতে হবে, সংস্কতিকেই প্রধান হাতিয়ার করতে হবে।

এর আগে সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টায় উদ্বোধনী অনুষ্ঠানে ‘পরিবর্তন’ শীর্ষক আলোচনাসভা এবং নৃত্যানুষ্ঠান’ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় জাদুঘর’র মহাপরিচালক মো: কামরুজ্জামান’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী কে এম খালিদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, বীর মুক্তিযোদ্ধা ড. নাসরীন আহমেদ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, ইউনেস্কো বাংলাদেশ’র অফিসার ইনচার্জ ড. সুসান ভাইজ, নৃত্য ব্যক্তিত্ব শিবলী মোহম্মদ ও শামীম আরা নীপা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category