মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড প্রায় ১২ শ ঘর-বাড়ি উদ্দীপনা ও প্রত্যয়ের মধ্য দিয়ে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক ৪৭,৭১ ও ২৪শের বিপ্লব অর্থবহ করতে ইসলাম প্রতিষ্ঠার বিকল্প নাই: শ্রীপুরে দুর্নীতিমুক্ত-সন্ত্রাসমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত  ‎তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীপুরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও উপহার বিতরণ নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান নিহত বদলগাছীতে সাংবাদিক আশরাফুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত রংপুরে সাংবাদিক হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী গ্রেফতার নড়াইলে বাস টার্মিনালে অবৈধ টোল আদায় বন্ধে সেনাবাহিনীর হস্তক্ষেপ

প্রচন্ডগরমে ঠান্ডা পানি লেবুর শরবত নিয়ে পথচারীদের পাশে মানবিক পিরোজপুর

পিরোজপুর প্রতিনিধিঃ
  • Update Time : শনিবার, ৪ মে, ২০২৪
  • ১৪৪ Time View

পিরোজপুর প্রতিনিধিঃ

বৈশাখী প্রচন্ড তাপদাহ ও গরমে পথচারীদের মধ্যে বিশুদ্ধ ঠান্ডা পানি ও লেবুর শরবত ও একটি রিক্সা বিতরণ করেছে মানবিক পিরোজপুর নামের একটি সামাজিক সংগঠন।

শুক্রবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বৈশাখী প্রখর তাপের মধ্যে জীবিকা নির্বাহে ব্যস্ত শত শত পথচারী, বাসের যাত্রী, অটোরিকশা ও রিকশাচালকদের মধ্যে বিশুদ্ধ ঠান্ডা পানি ও লেবুর শরবত বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশুদ্ধ পানি ও লেবুর শরবত পান করিয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন মানবিক পিরোজপুরের সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন খান ।

এসময়ে আরও উপস্থিত ছিলেন মানবিক পিরোজপুর এর সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহ-সভাপতি গোলাম মাওলা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল, সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল শিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ ।

এসময়ে সংক্ষিপ্ত বক্তব্যে মানবিক পিরোজপুরের সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন খান বলেন, বৈশাখী তাপদাহে মানুষের জন জীবন অতিষ্ঠ হয়ে পরেছে। খেটে খাওয়া মানুষদের খুবই কষ্ট হয়। তাই তাদের মাঝে বিশুদ্ধ ঠান্ডা পানি ও লেবুর শরবত বিতরণ করছি।

মানবিক পিরোজপুর করোনা কালীন সময় থেকে ধারাবাহিকভাবে মানবিক কাজ করে যাচ্ছে, রমজানে প্রতিদিন ইফতারি বিতরণ করেছি। আমরা এ বছরই সেলাই মেশিন বিতরণ করেছি আমরা স্বাবলম্বী হওয়ার জন্য গবাদি পশু গরু-ছাগল বিতরণ করব , আমরা আজই একজন অসচ্ছল ব্যক্তি একটা রিক্সা বিতরণ করেছি। আমাদের কার্যক্রম চলমান থাকবে।প্রত্যেকটা মানবিক কাজে আমাদেরকে বিভিন্নভাবে যারা সাপোর্ট দিয়ে যাচ্ছেন আমি সংগঠনের সভাপতি হিসেবে সবাইকে ধন্যবাদ জানাই।

সাধারন সম্পাদক মেহেদী হাসান বলেন মানবিক পিরোজপুর একটি অলাভজনক সামাজিক সংগঠন। আমাদের একটি সেচ্ছাসেবক টিম আছে তাদেরকে নিয়ে জেলায় বিভিন্ন উপজেলায় সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছি।মানবিক পিরোজপুরের সকলের জন্য আপনারা দোয়া করবেন যেন ভালো কাজের সাথে আমরা সবসময় থাকতে পারি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category