রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে টুঙ্গিপাড়ায় সাংবাদিকদের মানববন্ধন গাইবান্ধায় আনারুলের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর প্রতিবাদে ভুক্তভোগীদের মানববন্ধন  সাংবাদিক তুহিনের হত্যাকারীদের বিচারের দাবিতে পেকুয়ায় মানববন্ধন সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রংপুরে প্রতিবাদ ও মানবন্ধন অনুষ্ঠিত সাংবাদিক তুহিন হত্যার নেপথ্য কারণ কারণ জানালো পুলিশ,১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার আশ্বাস পুলিশের ভূমি অফিসে চাকরি করে বলে কবরস্থান দখলের পায়তারা শ্রীপুর প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি আব্দুল মালেক,সাধারণ সম্পাদক ইসমাইল রাজশাহীতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন রংপুরে তুহিনকে হত্যার প্রতিবাদ ও খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ত্রিশাল প্রেসক্লাবের মানববন্ধন

নলডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয় হলেন যারা

মোঃ জামিল হায়দার ( জনি), নাটোর
  • Update Time : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ৯৬ Time View

মোঃ জামিল হায়দার, নাটোর 

নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১১ হাজার ২৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক (জোড়াফুল প্রতীক) মোঃ রবিউল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক মোঃ তৌহিদুর রহমান লিটন পেয়েছেন ১০ হাজার ৭১৭ ভোট।

বুধবার (০৮মে) রাত পৌনে ১২টার দিকে বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করেন সহকারী রির্টানিং অফিসার উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুস সালাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলঅ নির্বাহী অফিসার (ইউএনও) দেওয়ান আকরামুল হকসহ সরকারী কর্মকর্তাগণ। এরআগে সকাল ৮ টা থেকে বিরতিহীন ভাবে ৫৪ ভোট কেন্দ্রে ব্যালেট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর গননা শেষে এই ফলাফল ঘোষণা করা হয়। এছাড়া নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১৮ হাজার ৪৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোঃ খালেদ মাহমুদ (টিউবয়েল প্রতীক), তাঁর নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী মোঃ রায়হান তানভীর ( চশমা প্রতীক) পেয়েছেন ১৩ হাজার ৮৩৯ ভোট। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৮ হাজার ৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন (ফুটবল প্রতীক) মোছাঃ রিনা পারভিন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী মহুয়া পারভিন লিপি পেয়েছেন ১৭ হাজার ৯৩৫ ভোট।

সহকারী রির্টানিং অফিসার ও নলডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুস সালাম এতথ্য নিশ্চিত করে জানান, নলডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ উপজেলায় ৫৪টি ভোটকেন্দ্রে মোট ভোটার ১ লাখ ১৭ হাজার ১৫১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫৯ হাজার ৯৮ জন এবং নারী ভোটার ৫৮ হাজার ৫৩ জন। এ উপজেলায় তিন পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category