
জাহিদ হাসান, মাদারীপুর
মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদ নির্বাচন মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। বেশির ভাগ ভোট কেন্দ্রগুলো দিনের অধিকাংশ সময় ফাঁকা ছিল। যতটুকু ভোট পড়েছে তা ছিল শান্তিপূর্ন। কোথাও কোন বড় ধরনের বিশৃঙ্খলা ঘটেনি। ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকায় নির্বাচনের সাথে সংশ্লষ্ট কর্মকর্তা-কর্মচারীরা বসে থেকে অলস সময় পার করেছেন।
জানা গেছে, কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত। ভোট কেন্দ্রগুলোর কোথাও কোন বড় ধরনের বিশৃঙ্খলা ঘটেনি। সকাল দশটার দিকে দড়িচর লক্ষ্মিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে চেয়ারম্যান প্রার্থী নুরুজ্জামান সরদার ও তার সমর্থকদের লাঞ্চিত করে মটরসাইকেল প্রার্থী তৌফিকুজ্জামান শাহিনের সমর্থকরা। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
এছাড়া কোথাও বড় ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম। লাইনে দাঁড়িয়ে কাউকে ভোট দিতে দেখা যায়নি। উপজেলার ১০ ইউনিয়ন ও ১ টি পৌরসভার ১ লক্ষ ৮৫হাজার ১০২ জন ভোটার ছিল। কেন্দ্রে ছিল ৭৩টি। নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, ভাইসচেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।
Leave a Reply