এস.এম দুর্জয়, গাজীপুর
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন সাবেক মন্ত্রী ও এমপি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এ্যাড.রহমত আলীর সুযোগ্য পুত্র,প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর বড় ভাই এবং গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট জামিল হাসান দুর্জয়।
মঙ্গলবার(২১ মে)রাত ১টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)শোভন রাংসা।এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদ নির্বাচনে ১৪৮টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।শ্রীপুর উপজেলা পরিষদের নির্বাচনে ঘোষিত ফলাফল অনুযায়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এডভোকেট জামিল হাসান দুর্জয় (ঘোড়া)প্রতীক নিয়ে ৭০ হাজার ১৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুল জলিল বি এ(আনারস) প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার ৫৩২ ভোট।
সাখাওয়াত হোসেন শামীম( মোটরসাইকেল)প্রতীক পেয়েছেন ২ হাজার ৬ শত ৪২ভোট।এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির মোড়ল(বই)প্রতীক নিয়ে ৬৪ হাজার ৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো:আহসান উল্লাহ (উড়োজাহাজ)প্রতীক নিয়ে পেয়েছেন ২৩ হাজার ৭৩৫ভোট।মহিলা ভাইস চেয়ারম্যান পদে সানজিদা রহমান(সেলাই মেশিন)প্রতীক নিয়ে ৫৫ হাজার ৪ শত ২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হালিমা খাতুন মৌসুমি( কলস)প্রতীক ৩৫ হাজার ২ শত ৯৭ ভোট পেয়েছেন।