বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তরুন প্রজন্মের জন্য নতুন গান নিয়ে আসছেন কন্ঠ শিল্পী তমালিকা নির্বাচনের তারিখ ঘোষণা করায় উপদেষ্টা পরিষদের কিছু সদস্যের মন খারাপ : মেজর হাফিজ জনগণের ভোট দেয়ার আকাঙ্ক্ষা পূরণ করতে হবে : রংপুরে গয়েশ্বর চন্দ্র রায় রংপুরের গঙ্গাচড়ায় নিখোঁজ হওয়া দুই শিশুর মরদেহ  উদ্ধার টুঙ্গিপাড়ায় ইসলামী ছাত্র আন্দোলনের থানা সম্মেলন অনুষ্ঠিত পেকুয়া শহীদ ওয়াসিমের স্মরণে স্মৃতি ফলক উন্মোচন ও বৃক্ষ রোপণ  জুড়ীতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন  ত্রিশালে জুলাই গণঅভ্যুত্থান দিবসে খেলা ও পুরস্কার বিতরণ জুলাই শহিদ পরিবার,আহত ও সম্মুখ সারির যোদ্ধাদের নিয়ে সম্মেলন ও দোয়া মাহফিল শ্রীপুরে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র‍্যালীতে জনতার ঢল 

গাইবান্ধায় কোরবানির জন্য প্রস্তুত প্রায় দের লক্ষাধিক গবাদি পশু

ওবাইদুল ইসলাম, গাইবান্ধা
  • Update Time : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৯২ Time View

ওবাইদুল ইসলাম, গাইবান্ধা 

প্রতিবছরের ন্যায় এ বছরও আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গাইবান্ধার ৭ উপজেলায় গোখামার গুলোতে গরু মোটাতাজাকরণ করেছেন খামারিরা। আর দেশের সার্বিক পরিস্থিতি ভালো হওয়ায় খামারিরা ভালো দাম পাবেন বলে, জানিয়েছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।
ঈদুল আযহার কুরবানী ঈদের অন্যতম প্রধান অনুষঙ্গ কোরবানির পশু। আর এই ঈদকে সামনে রেখে প্রতিবছরেই গাইবান্ধার খামারিরা তাদের খামারগুলোতে কোরবানির জন্য গরু, ছাগল, মহিষ ও ভেড়া মোটা তাজাকরণ করে থাকে এবছর তার ব্যতিক্রম নয়। গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালির গোয়াইলবাড়ী গ্রামের রেজাউল করিম শখের বসে গড়ে তুলেছেন গরু মোটাতাজাকরণ খামার। গেল বছর কয়েকটি গরু দিয়ে শুরু করলেও এবছর তার খামারে ফ্রিজিয়ান ও শাহীওয়াল জাতের ১৭ টি গরু কুরবানীর জন্য প্রস্তুত করা হয়েছে। গরু গুলোর ওজন প্রায় ৬ থেকে ৮ মন পর্যন্ত। লাল, কালো রংগের বড় আকৃতির এই গরুগুলো দেখতে ভিড় করছেন এলাকার মানুষ।

গোখামারি রেজাউল করিম জানান, অনেক ছোট থেকেই গরু লালন পালন করার শখ ছিল তার এরই সূত্র ধরে গেল বছর আটটি গরু নিয়ে খামার শুরু করেন তিনি ওই বছরই সে গরু গুলো বিক্রি করে মোটামুটি লাভোবান হন তিনি এরপর এবছর তার খামারে আরো ১৭ টি গরু লালন পালন করেছেন। যা এবছর কোরবানিতেই বিক্রি করা হবে। তিনি আরো জানান বর্তমানে বাজারে যে পরিস্থিতি তাতে করে ভালো দামের আশা করছেন সে । এছাড়াও আগামীতে তার খামারে গরুর পরিমাণ আরও বাড়াবেন বলে জানিয়েছেন তিনি। তিনি মূলত তার খামারে কুরবানি ঈদকে সামনে রেখেই গরু মোটাতাজনকরণ করে থাকেন।

কথা হয় রেজাউল করিমের স্ত্রীর সঙ্গে তিনি জানান, খামার শুরু পূর্বে পরিবারের কারোরি মত ছিলাম না কিন্তু পরে তার আগ্রহ এবং সফলতা দেখে এখন আমরা সবাই তাকে সহায়তা করছি। এছাড়াও তিনি জানান তাদের এই খামারে কাজ করে তিনজন ব্যক্তি তাদের জীবিকা নির্বাহ করছেন যেটি তাকে বেশ অনুপ্রেরণতি করে।
দেশের সার্বিক পরিস্থিতি ভালো হওয়ায় খামারি রা ভালো দাম পাবেন বলে জানিয়েছে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজার রহমান।

তারদেয়া অনুযায়ী এবছর গাইবান্ধায় এবছর ১৬হাজার ৭৫৯ জন কৃষক ও খামারি ১লক্ষ ৪৫হাজার ৩৮১টি কোরবানিযোগ্য পশু প্রস্তুত করেছেন । এরমধ্যে গরু ৬৩ হাজার ২৪৬টি, মহিষ ১৪৭টি ও ছাগল-ভেড়া ৮১ হাজার ৯৮৮টি। এর মধ্যে ১লাখ ২৩ হাজার পশু এ জেলায় কুরবানীর জন্য প্রয়োজন আর অতিরিক্ত ২২ হাজার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় প্রেরণ করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category