স্টাফ রিপোটারঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দূর্বৃত্তের হামলা ও মারপিটে ৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর ২ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত বৃহস্পতিবার বেলা সাড়ে ৯টার দিকে উপজেলার ঘাঘর কান্দা গ্রামের ঘাঘর খেয়াঘাটে এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে জানা গেছে, ঘাঘর কান্দা গ্রামের প্রবাসি ফারুক শেখের স্ত্রী আসমা বেগম এক খন্ড জমি বিক্রি করে দেবার জন্য প্রতিবেশি মেহের সিকদারের ছেলে রুবেল সিকদারকে মনোনিত করেন। রুবেল সিকদার জমি বিক্রি করে দেবার জন্য বিভিন্ন ক্রেতাদের সাথে যোগাযোগ করে।
এ ঘটনা জেনে আসমা বেগমের বাড়ীর পাশে বসবাসরত হোসেন দাড়িয়ার ছেলে কামাল দাড়িয়া (৩৫), হাসেন দাড়িয়ার ছেলে রাশেদ দাড়িয়া (২৭), ফেলু দাড়িয়ার ছেলে হানিফ দাড়িয়া সহ ১০-১৫ জন মিলে ঘাঘর খেয়াঘাটে রুবেল সিকদারকে মারধর করতে থাকে।
খবর পেয়ে রুবেল সিকদারের মামা কোরবান সিকদার (৫৫) মামাতো ভাই পারভেজ সিকদার (২৫), বোন রুবি বেগম (৬০), চাচা খলিল হাজি (৭৫) সহ পরিবারের অন্যান্য সদস্যরা সেখানে উপস্থিত হলে হামলাকারীরা তাদেরও বেদম মারপিট করে।
হামলাকারীদের মারপিটে গুরুতর আহত কোরবান সিকদার ও পারভেজ সিকদারকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। অন্যান্য আহতরা স্থানীয় ক্লিনিক থেকে চিকিৎসা নিয়ে বাড়ী ফিরে গেছেন।
রুবেল সিকদার বলেন- দূর্বৃত্তরা আমাকে মারধরের সময় আমার কাছ থেকে ২৫ হাজার টাকা, সোনার চেইন ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ঘটনা জানতে কামাল দাড়িয়ার বাড়িতে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায় নি। এ ব্যাপারে কোটালীপাড়া থানার অফিসার ইন চার্জ ফিরোজ আলম বলেন- অভিযোগ পেয়েছি তদন্ত শেষে ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply