শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় বিএমএসএফের উদ্যোগে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে জরুরি সভা গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন  নড়াইলে কেরাম খেলে বাড়ি ফেরেনি শোয়েবুর,পরদিন পুকুরে মিললো মরদেহ কলকাতায় ‘পার্টি অফিস’ খুলেছে আওয়ামী লীগ গাজীপুরে সাংবাদিক হত্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের তীব্র ক্ষোভ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৯০ জন সন্ধ্যায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৭ জেলায় সতর্কতা জারি এশিয়া কাপ বয়কট করল পাকিস্তান, কপাল খুলল বাংলাদেশের নির্বাচন বিলম্বিত করতে পিআর বাণী দিচ্ছে জামায়াত: মেজর হাফিজ তিমুরের জালে এক হালি দিয়ে বিরতিতে বাংলাদেশ

মাদারীপুরে নদী গর্ভে বিলিন বেশ কয়েটি বসতবাড়ি ও ফসলি জমি

জাহিদ হাসান, মাদারীপুর
  • Update Time : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ৭২ Time View

জাহিদ হাসান, মাদারীপুর 

মাদারীপুরের কালকিনিতে বর্ষায় পানি বৃদ্ধি পাওয়ায় নতুন করে আড়িয়াল খাঁ নদীর তীব্র স্রোতের তোপে মুখে পড়ে ভাঙ্গনে প্রায় ১০টি বসতবাড়ি ও ১ কিলোমিটার ফজলি জমি নদী গর্ভে বিলিন হয়ে গেছে। এতে করে নিংস্ব হয়ে পড়েছে প্রায় নদীর পাড়ের অর্ধশতাধিক কৃষক পরিবার। অনেকেই ভিটেমাটি হারিয়ে অন্য এলাকায় বাধ্য হয়ে আশ্রয় নিয়েছে। এ ছাড়া অনেকে রয়েছে ভিটেমাটি হারানোর আতঙ্কে। যে কোন মুহুর্তে নদী গর্ভে বিলিন হতে পারে তাদের বসতবাড়িও।

ভুক্তভোগী সুত্রে জানাগেছে, উপজেলার সিডিখান এলাকার ৮ নং ওয়ার্ডে প্রতিবছরের ন্যায় এবছরও নতুন করে আড়িয়াল খাঁ নদী ভাঙ্গন শুরু হয়েছে। এ এলাকার ফয়জর আলী, হুমায়ন, নুরু, দিদারসহ ১০টি বসতবাড়ি ইতিমধ্যেই নদী গর্ভে বিলিন হয়ে গেছে।

এ ছাড়া ভাঙ্গ আতঙ্কে রয়েছে মহব্বত হোসেন, রায়হান ও নজু হোসেনসহ ১০ টি পরিবার। ভাঙ্গন আতঙ্কিত পরিবারগুলো তাদের গুরু, ছাগল, হাঁস-মুরগি নিয়ে পার্শ্ববর্তী কয়ারিয়া এলাকায় আশ্রায় নিয়েছে। নদী ভাঙ্গনে বসতভিটা হারানো অনেকেই পরিবার নিয়ে অর্ধহারে জীবন-যাপন করছেন। এ এলাকার ১ কিলেমিটার জুরে নদী ভাঙ্গনে গাছপালা, ধান, পাটসহ বিভিন্ন ফসল নদী গর্ভে বিলিন হয়েছে।

অপরদিকে উপজেলার সাহেবরামপুর এলাকার প্রায় ১৫টি পরিবার রয়েছে আড়িয়াল খা নদী ভাঙ্গন আতঙ্কে। ইতিমধ্যে ওই এলাকার অনেক কৃষকের রোপনকৃত বরো ধানের জমি নদী ভাঙ্গনে বিলিন হয়েছে। এ এলাকার কৃষকরা রাত পোহালে ঘুম ভেঙ্গে চোখের সামনে দেখছেন তাদের ফসল নদীতে নিয়ে যাচ্ছে।

সিডিখান এলাকার ভাঙ্গন কবলিত তাহেরসহ বেশ কয়েকজন জানান, রাক্ষসি আড়িয়াল খাঁ নদী আমাদের সব কিছুই কেড়ে নিয়ে গেছে। আমাদের ঘরবাড়ি, ফসলি জমি এক রাতের মধ্যে নিয়ে গেছে। নিমিষেই আমাদের সব স্বপ্ন বিলিন হয়ে যাচ্ছে।

সাহেবরামপুর এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক মান্নান ও রানাসহ বেশ কয়েকজন ক্ষোভের সঙ্গে জানান, এই বর্ষাকাল আসলেই আমাদের চিন্তা বেড়ে যায়। বছরের পর বছর আমাদের জমি আড়িয়াল খা নদীতে বিলিন হয়ে যাচ্ছে। কিন্তু দেখার মত আমাদের কেউ নেই। আমাদের মত শতশত পরিবার পথের ফকির হয়ে নদী ভাঙ্গনের কারনে এলাকা ছেড়েছে। কিন্তু তাতে কারো কিছু আসে যায় না। শেষ হলে আমরা হচ্ছি।

সিডিখান ইউপি পরিষদের চেয়ারম্যান চানমিয়া শিকদার জানান, নদী ভাঙ্গনের বিষয় আমরা প্রশাসনের কাছে জানিয়েছি। দ্রুত ক্ষতিগ্রস্তদের পাশে দাড়াতে পারলে তাদের অনেক উপকার হত।

সাহেবরামপুর ইউপি চেয়ারম্যান মুরাদ সরদার জানান, আড়িয়াল খাঁ নদীতে বছরের পর বছর ভাঙ্গতেছে। আমরা অনেকবার ভাঙ্গল কবলিতের পাশে দাড়িয়েছি। সামনেও তাদের সহযোগিতা করা হবে।

এ ব্যাপার উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম জুমার দাশ জানান, সরকারিভাবে তাদেরকে সহযোগিতা করা হবে। ভাঙ্গনরোধে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category