শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে বিএনপির প্রার্থীতা পরিবর্তনের দাবিতে গনসমাবেশ করেছে জুয়েলের সমর্থক’রা ত্রিশালে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নড়াইল ডিবি পুলিশের সফল অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রংপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শার্শায় তৃপ্তিকে বিজয়ী করতে গোগায় উৎসবমুখর উঠান বৈঠক বেনাপোলে বিএনপির প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির উঠান বৈঠক অনুষ্ঠিত গরীবের চিকিৎসক খ্যাত ডাক্তার তোতা আর নেই রংপুর বিভাগীয় বই মেলা বর্জন কোটালীপাড়া উপজেলা পরিষদে ও থানায় ককটেল বিস্ফারণ,  আহত ৩ পুলিশ সদস্য

বিএনপির নেতা সালাহউদ্দিন দেশে আসায় নিজ গ্রাম পেকুয়ায় আনন্দ মিছিল

এইচ,এম শহিদুল ইসলাম,পেকুয়া
  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১৩০ Time View

এইচ,এম শহিদুল ইসলাম, পেকুয়া 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য  কক্সবাজারের কৃতি সন্তান সালাহউদ্দিন আহমদ দেশে আসার খবরে তার জন্মভূমি পেকুয়ার মানুষের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। রাস্তায় রাস্তায় ব্যানার ফেস্টুনে ছেয়ে যাচ্ছে, মাইকে গান বাজানো হচ্ছে, নাজারিওর থেকে শুরু করে গ্রামের চায়ের দোকানে চলছে খুশির আমেজ।

১১ আগস্ট রবিবার বিকাল ৩ টায় পেকুয়া উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বেলা শুরু হওয়ার সাথে সাথে পেকুয়া উপজেলা থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা কর্মীরা বিভিন্ন ব্যানার পেস্টুন মটর শোভ যাত্রা নিয়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পেকুয়া রাজ পথ।

পেকুয়া উপজেলা যুব দলের সভাপতি কামরান জাদিদ মুকুট বলেন- আজ বেলা ২টায় রবিবার প্রায় ৯ বছর পর অবৈধ শেখহাসিনা সরকারের আমলে গুম হয়ে যাওয়া নেতা। ভারত থেকে বাংলাদেশে ফিরছেন প্রাণ প্রিয় নেতা সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী কক্সবাজার জেলার মাটি ও মানুষের উন্নয়নের কর্ণধার পেকুয়া উপজেলার প্রতিষ্ঠাতা আলহাজ্ব সালাহউদ্দিন আহমদ দেশে আগমন উপলক্ষে পেকুয়া উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগ আনন্দ মিছিল ও পথসভা করেছি, তিনি আরো জানান- পেকুয়া উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতা কর্মীদের এই আনন্দ মিছিল ও পথসভা দলে দলে অংশ গ্রহণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পেকুয়া উপজেলা শ্রমিক দলের নেতা-ওসমান বলেন-পেকুয়া উপজেলার মগনামা,রাজাখালী, বারবাকিয়া,উজানটিয়া, টইটং, শিলখালী ও পেকুয়া সদর পূর্ব পশ্চিম(ক)ও (খ) শাখার যৌথ উদ্যোগে ছাত্র দল, যুব দল, শ্রমিক দল,সেচ্ছাসেবক দল ও বিএনপির নেতা কর্মী নিজ নিজ এবং যৌথ ব্যানার পোস্টার নিয়ে শ্লোগানে শ্লোগানে পেকুয়ায় আনন্দ মিছিল ও পথসভা যোগ দেন।

আনন্দ মিছিল ও পথসভায় বিএনপির নেতা পেকুয়া সদর প্যানেল চেয়ারম্যান শাহ্ নেওয়াজ আজাদ বলেন- সালাহউদ্দিন আহমদ শুরু কক্সবাজার জেলার নেতা নই, তিনি জাতীয় নেতা প্রিয় নেতার সাথে কারো তুলনা করা যায় না। তিনি দেশে আসায় আমরা সবাই আনন্দিত দেশের ছেলে দেশে ফিরছেন এইটায় আল্লাহ তাহালার কাছে শুকরিয়া আদায় করছি, তাঁর আগমণে যেন কোন এলাকায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে দিকে সজাগ থাকার জন্য বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা কর্মীদের তাগিদ দেন।

সালাহউদ্দিন আহমদের প্রেস সচিব (১) সাংবাদিক ছফয়ানুল করিম জানান, সালাহউদ্দিন আহমদ আজ দেশে ফিরছেন৷ বিভিন্ন কার্যক্রম শেষে নিজ গ্রাম পেকুয়ায় আগমন করতে পারেন শীগ্রই এমন প্রত্যাশা।

উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মুজিবুল হক চৌধুরী বলেন, আমরা অনেক কেদেছি, অনেক রজনী অপেক্ষা করেছি সালাহউদ্দিন আহমদের অপেক্ষায়। তিনি রাষ্ট্রীয় গুমের শিকার হয়েছিলেন৷ আজ গণতন্ত্র মুক্তি পেয়েছে প্রিয় নেতা দেশে আসছেন। আমি খুশিতে বলার ভাষা হারিয়েছি৷

উল্লেখ্য গত ৯ বছর আগে বিএনপির মুখপাত্র থাকাকালীন ২০১৫ সালের ১০ মার্চ গভীর রাতে রাজধানীর উত্তরা থেকে র‌্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সালাহউদ্দিন আহমদকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে দুই মাস পর পাশের দেশ ভারতে তাকে ফেলে দিলে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখা যায় তাকে। পরে শিলংয়ের স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করান। সুস্থ হলে সেখানে বসবাস করে- অনলাইনে দলের কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন। অবশেষে কোটা আন্দোলন মধ্যে দিয়ে শেখ হাসিনা পদত্যাগের মাধ্যমে আইনি লড়াইয়ের পর এখন দেশে ফিরছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category