তিনি আরো বলেন, ‘আমরা তাকে (টিউলিপ) বাংলাদেশি নাগরিক হিসেবে ডিল করছি। দুদকের চোখে টিউলিপ অভিযুক্ত ও পলাতক। টিউলিপের ব্যাপারে দুদকের কার্যক্রম অব্যাহত আছে জানিয়ে তিনি বলেন, ‘সঠিক ঠিকানায় তলবগুলো পাঠানো হচ্ছে। রাজউকের প্লট, গুলশানের প্লট বিতরণের অনিয়মসহ আরো অভিযোগ আছে। তার আয়কর রিটার্ন ঘেঁটে দেখলাম। সেখানে হঠাৎ করে তার সোনা ১০ ভরি থেকে লাফ দিয়ে ৩০ ভরি হয়ে গেছে। সেখানে দামে কোনো পরিবর্তন হয়নি।
তিনি আরো বলেন, ‘টিউলিপ যতই বলুক না কেন, তিনি কিছুই জানেন না। কিছুই যদি না জানেন তাহলে মন্ত্রিত্ব চলে যাবে কেন? কিছুই যদি না জানেন তার আইনজীবী আমাদের কাছে চিঠি লিখবেন কেন? আমরা তার আইনজীবীকে জানিয়েছি আইনের বিধানুযায়ী তাকে আদালতে মোকাবেলা করতে হবে বলেন দুদক চেয়ারম্যান।
Leave a Reply