শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে বিএনপির প্রার্থীতা পরিবর্তনের দাবিতে গনসমাবেশ করেছে জুয়েলের সমর্থক’রা ত্রিশালে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নড়াইল ডিবি পুলিশের সফল অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রংপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শার্শায় তৃপ্তিকে বিজয়ী করতে গোগায় উৎসবমুখর উঠান বৈঠক বেনাপোলে বিএনপির প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির উঠান বৈঠক অনুষ্ঠিত গরীবের চিকিৎসক খ্যাত ডাক্তার তোতা আর নেই রংপুর বিভাগীয় বই মেলা বর্জন কোটালীপাড়া উপজেলা পরিষদে ও থানায় ককটেল বিস্ফারণ,  আহত ৩ পুলিশ সদস্য

বাংলাদেশের হয়ে খেলা নিয়ে হামজার সঙ্গে আলোচনা করেছেন কিউবা মিচেল

রূপান্তর সংবাদ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৮৫ Time View

রূপান্তর সংবাদ ডেস্ক:

প্রবাসী ফুটবলারদের হাত ধরে দেশের ফুটবলে নতুন করে জাগরণ ঘটেছে। হামজা-সমিতসহ মোট ৬জন প্রবাসী ফুটবলার জাতীয় দলের গুরুত্বপূর্ণ পজিশনে খেলছেন। এ ছাড়াও বাংলাদেশের জার্সিতে খেলার আগ্রহ প্রকাশ করেছেন কিউবা মিচেল। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশের হয়েছে খেলা নিয়ে কথা বলেছেন মিচেল। তার ভাষ্য, শুধু অভিজ্ঞতার দিক থেকেই, বাংলাদেশের হয়ে খেলা হবে জীবনে একবারই ঘটার মতো কিছু। খুব বেশি খেলোয়াড় এই সুযোগ পায় না, বিশেষ করে যারা মূল দলে বেশি সময় খেলেনি।

ইংল্যান্ড থেকেই বাংলাদেশে এসে খেলেছেন হামজা চৌধুরী। প্রিমিয়ার লিগে ওঠার লড়াইয়ে হামজার ক্লাব শেফিল্ডের বিপক্ষেই লড়েছিল কিউবা মিচেলের সান্দারল্যান্ড। সেই সময়েই বাংলাদেশ নিয়ে আলাপ হয়েছে হামজার সঙ্গে।  মিচেল বলেন, আমি ইতিমধ্যে হামজা চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেছি এবং ওর প্লে-অফ ফাইনাল ও বাংলাদেশের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছি। ওখানে সমর্থন দারুণ রকমের, তাই আমি দারুণ রোমাঞ্চিত—সেখানে গিয়ে খেলতে আর দেখতে চাই শুধু এটা থেকেই আর কী কী দরজা খুলে যায়।  মিচেলের ফুটবল ক্যারিয়ারের শুরুটা সান্দারল্যান্ডের যুব দলের হয়ে। খেলেছেন অনূর্ধ্ব-২১ দলের হয়ে। কদিন আগে সান্দারল্যান্ডের হয়ে প্রিমিয়ার লিগে ওঠার স্বাদও পেয়েছেন। তবে সান্দারল্যান্ডের স্টেডিয়াম অব লাইট থেকে আপাতত বিদায় বলতে হচ্ছে কিউবা মিচেলকে।

৮ বছর পর প্রিমিয়ার লিগে ফেরা সান্দারল্যান্ড নিজেদের স্কোয়াডের আকার বাড়াতে চায়। যে কারণে অনেক অ্যাকাডেমি গ্র্যাজুয়েটকেই থাকতে হচ্ছে ছাটাইয়ের তালিকায়। যার মধ্যে আছেন কিউবা মিচেলও। তবে প্রাক মৌসুমের ব্যস্ততার আগেই নিজের নতুন ঠিকানা খুঁজে নিতে চান মিচেল। তিনি বলেন, এই মুহূর্তে (ট্রান্সফার উইন্ডোতে) সব কিছুই বেশ শান্ত, তবে প্রি-সিজনে আমার কিছু সুযোগ রয়েছে যেগুলো আমি কাজে লাগাতে চাই। গত কয়েক সপ্তাহে আমার বাংলাদেশের হয়ে খেলার কথা ছিল, কিন্তু আমার রেজিস্ট্রেশন কয়েক ঘণ্টা দেরি হয়ে গিয়েছিল, তাই এখন অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category