নিজস্ব প্রতিবেদক:
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে ২৮ জুন ঢাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জাতীয় মহাসমাবেশ বাস্তবায়ন করার লক্ষ্যে থানা প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ইসলামী আন্দোলন গোপালগঞ্জ জেলা কার্যালয়ে থানা প্রতিনিধি সভা ও ইসলাম ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার ২০২৫- ২৬ সেশনের কমিটি ঘোষণা করা হয়।
ইসলামী যুব আন্দোলন গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফরিদপুর বিভাগের মাওলানা আজিজুল ইসলাম।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সহ সভাপতি হাফেজ নাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন গোপালগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইয়াকুব মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো: হাচিবুর রহমান , দপ্তর সম্পাদক মো: শাফায়েত শেখ , ইসলামী যুব আন্দোলন মুকসুদপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাহদি হাসান, সহ সভাপতি মো: শফিকুল ইসলাম সবুজ, ইসলামী যুব আন্দোলন কোটালীপাড়া উপজেলা শাখার সহ- সভাপতি মাও: মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক মো: মাসউদুর রহমান, কাশিয়ানী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাও: ওবায়দুল্লাহ আল মাহমুদীসহ জেলা উপজেলার বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
সভায় ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফরিদপুর বিভাগের মাওলানা আজিজুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের গোপালগঞ্জ জেলা শাখার ২০২৫- ২৬ সেশনের কমিটি ঘোষণা করেন এবং সাংগঠনিক দিকনির্দেশনা ও আগামী দিনের কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন তিনি । ইসলামী যুব আন্দোলন গোপালগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত কমিটিতে সভাপতি পদে মাওলা মিজানুর রহমান, সহ সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ নাহিদ হাসান ও যুগ্ম সাধারণ সম্পাদক মো: হাচিবুর রহমানকে ঘোষণা করা হয় ।
Leave a Reply